ষষ্ঠ দফার ভোটে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতা🤪য়েন করা হচ্ছে। এই দফায় রাজ্যে মোট আটটি আসনে ভোট হবে। কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠ পর্বের ভোটে মোট বুথের সংখ্যা ৩৮০৪টি। এই পর্বে ৯১৯ কোম্পানি অর্থাৎ প্রায় ৭৫ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী যা সর্বকালীন রেকর্ড।
ষষ্ঠ দফার ভোটে রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের কাঁথি ও তমলুক আসন। এ ছাড়া বাকি ছয় আসন হল, পশ্চিম মেদিনীপꦇুরের ঘাটাল ও মেদিনীপুর, বাঁকুড়ার বাঁকুড়া ও বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম ও পুরুলিয়া। কমিশন সূত্রে খবর, রাজ্যের এই আট কেন্দ্রে মোতায়েন করা হয়েছে মোট ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ২৯,৪৬৮ রাজ্য পুলিশ।
তবে উল্লেখযোগ্য ভাবে ৯১৯ কোম্পানির মধ্যে সর্বোচ্চ ২৩৭ কোম্পানি মোতায়েন করা হচ্ছে প✃ূর্ব মেদিনীপুরের দুটি আসনে। আবার এই দুই কেন্দ্রে রাজ্য পুলিশের সংখ্যা মাত্র ৭১৪ জন। যা আট কেন্দ্রের মধ্যে সবচেয়ে কম।
আরও পড়ুন। 'ভেড়ি 'পলিসি' তো আসবে, পুলিশ-প্রশাসনে🌳র চোখ খোলা থাকবে তো?' প্রশ্ন সন্দেশখালির
বাকি ছ'য় জেলায় কত বাহিনী?
বাকি ছয় কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের অনুপাত প্রায় একই থাকছে। যেমন বাঁকুড়া জেলার দুই কেন্দ্রে মোতায়েন করা হচ্ছে ১৭৮ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী ও ৬৫২১ জন রাজ্য পুলিশ। জঙ্গলমহলের ঝাড়গ্রাম কেন্দ্রে ১৩৩ কোম্পানি বাহিনীর পাশাপাশি ২৪৩৬ জন রাজ্য পুলিশ মোতায়েন রাখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটল ও মেদিনীপুর কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকছে ২১৮ কোম্পানি, রাজ্য পুলিশ ৬,৯০১ জন। পূরꦺ্ব বর্ধমান জেলায় ১৬ কোম্꧟পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি ৭,৪৩২ জন রাজ্য পুলিশ রাখা হচ্ছে। পুরুলিয়া কেন্দ্রে ১৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন থাকছেন ৫,৪৬৪ জন রাজ্য পুলিশ কর্মী।
নন্দীগ্রামে অশান্তির জেরে সিদ্ধান্ত?
তবে নন্দীগ্রামে সাম্প্রতিক অশান্তির জেরে শুভেন্দুর জেলায় বেশি বাহিনী রাখার সিদ্ধান্ত? কমিশনের তরফে এ নিয়ে কোনও ব্যাখ্যা না এলেও, একটা বিষয় পরিষ্কার, যে এই সিদ্ধান্ত অনেক আগে হয়েছে। 𒉰মঙ্গলবারই প্রেস নোটে কোথায় কত বাহিনী তা জানিয়ে দেওয়া হয়েছে। আর নন্দীগ্রামে অশান্তি শুরু হয়েছে বৃহস্পতিবার। তাই নন্দীগ্রামে অশান্তির সঙ্গে বেশি বাহিনীর রাখার কোনও যোগ নেই। কমিশনের কেউ কেউ বলছেন বিধানসভা ভোটের দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আরও পড়ুন। তৃণমূল নেতা হলে এই 'গতিতে' রেইড হত? শুভেন্দুর মামলায় পুলিশকে ⛄ভর্ৎসনা হাইকোর্টের