ডেবরায় গৃহবধূর শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত জওয়ান। এর আগেও বাংলায় একাধিক ঘটনায় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। আর আজকের ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, ১২৯ নং চকসাহাপুর বুথ এলাকায় লোধা সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানি করে এক জওয়ান। এদিকে অভিযোগ ওঠার পরই সেই জওয়ানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনা প্রসঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, যতরকম ভাবে ভয় দেখিয়ে হারটা যাতে সম্মানীয় হয়, তার জন্যেই এই সব করা হচ্ছে। (আরও পড়ুন: সাগর দ্বীপ থেকে এখন কতদূরে গভীর নিম্নচাপটি? ঘূর্ণিঝড় র🔯েমাল নিয়ে নয়া আপডেট IMD'র)
আরও পড়ুন: 'বাড়তি' ডিএ দেওয়া মমতা কেন লুকোচুরি খেলছেন ষষ্ঠ বেতন কমি🀅শ🦹নের রিপোর্ট নিয়ে?
আরও পড়ুন: ষষ্ঠীতে বাংলায় নির্বাচন ৮ আসনে, ২০২১-এর নিরিখে আসন ধরে🥃 ধরে কোথায় এগিয়ে BJP, TMC?
অভিযোগকারী গৃহবধূর জানান, জল খাওয়ার নাম করে ওই জওয়ান তাঁর বাড়িতে ঢোকেন। তারপর জল খেয়ে ওই গৃহবধূর স্তন বিভাজিকায় জলের বোতল রাখে সেই জওয়ান। তার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। পুলিশকে খবর দেয়। এরপরই সেই গৃহবধূ প্রতিবাদ জানান। এলাকাবাসীর কানে ঘটনাটি পৌঁছায়। সবাই বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে পৌঁছায় ডেবরা থানার পুলিশ। সেই জওয়ানকে আটক করে বাহিনীর হাই কমান্ডের হাতে তুলে দেওয়া হয়। তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র🧜 কেড়ে নেওয়🌌া হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বাংলায় পে কমিশনের রিপোর্ট নিয়ে বড় আপডেট, ꦗআদা🐷লতে জোর ধাক্কা খাবে রাজ্য?
অভিযোগকারী গৃহবধূ জানান, তাঁর বাড়ির পাশে যে স্কুলে ভোটগ্রহণ হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তখন সেই গৃহবধূকে নাকি এক জওয়ান জিজ্ঞেস করেন যে তাঁ🎀র বাড়িতে বসার টুল আছে কি না। জবাবে সেই গহবধূ জানান, না নেই। তার পরে সেই গৃহবধূ বাড়িতে ফিরে এসে রান্না চাপান উঠোনে। সেই সময় ওই জওয়ান তাঁর বাড়িতে আসেন এবং জল খেতে চান। তখন সেই জওয়ানকে জলের বোতল এনে দেন গৃহবধূ। বোতল থেকে জল খেয়🌊ে নাকি সে সেই বোতলটি গৃহবধূর স্তনের ওপরে রাখেন। এরপর ঘরের ভিতরে গিয়ে বসে পড়েন।
আরও পড়ুন: সকাল থেকেই চড়া রোদ, তবে ঘূর্ণওিঝড়ের জেরে🔯 একধাক্কায় ৬ ডিগ্রি নামবে কলকাতার পারদ
এর আগের দফার নির্বাচনে উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে বিএসএফ-এর জি/৯৬ ব্যাটালিয়নের জওয়ানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। ৩৪১, ৩৫৪ এবং ৫০৯ ধারায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সেই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে। অভিযুক্ত জওয়ানের নাম যোগীন্দর পাল। অভিযোগ, এক মহিলা রবিবার উলুবেড়িয়ার চণ্ডীপুর অঞ্চলে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁকে কুপ্রস্তাব দেন। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর দু’জন জওয়ান অভিযোগকারী♌ ღমহিলার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।