রাজ্য ভোট প্রচারে এসে চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। এদিন রাজগঞ্জের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টাকা দিতে পারলে তবে রাজ্যে চাকরি মিলবে টাকা দিতে না পারলে চাকরি পাওয়ার কোনও সম্ভাবনাই 🧸নেই। একই সঙ্গে তিনি আশ্বাস দেন তৃত𒉰ীয়বার মোদী ক্ষমতায় এলে উত্তরবঙ্গে তৈরি হবে এইমস।
ꦜশাহের অভিযোগ, এর আগে মোদী সরকার উত্তরবঙ্গে এইমস তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু রাজ্য সরকারের জন্য তা হয়নি বলে দাবি অমিত শাহের। তবে 🎶তিনি আশ্বাস দিয়ে বলেন, মোদী যদি তৃতীয়বার ক্ষণতায় আসেন তবে রায়গঞ্জে এইমস হবে।
সোমবার হাইকোর্ট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে সেই প্রসঙ্গ তুলে শাহ বলেন,'গতকালই ২৫ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কেন করেছে? ১০ লাখ, ১৫ লাখ টাকা ঘুষ নিত চাকরির জন্য। মা-বোনেরা আপনাদের কাছে, আপনাদের ভাই-ছেলেদের চাকরি জোটানোর জন্য ১৫ লক্ষ টাকা আছে? নেই তো? তা হলে চ༺াকরি পাবেন কী ভাবে?'
আরও পড়ুন। ‘চাকরি বাতিলের রায়ের পিছনে বিজেপির ষড়যন্ত্র কোথ📖ায়?’ মমতাকে প্রশ্ন ছুঁড়লেন শাহ
প্রসঙ্গক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সভায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। তিনি বলেন, 'ওঁদের এক মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা নগদ বেরিয়ে ছিল। পাার্থ চট্টাপাধ্যায় আজ জেলে বসে আ🌸ছেন।' তিনি আরও বলেন, 'আমি জানতে চাই এই কাটমানি, এই চাকরি, খনিতে দুর্নীত, বাংলায় আটকানো উচিত কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাꦰ পারবেন? শুধু মোদী সরকার সেটা পারবে।'
এর আগেও ভোটে প্রচা🦂রে একাধিকার বার রাজ্যে এসেছেন অমিত﷽ শাহ। প্রথমবার এসে বিজেপিকে ৩৫ আসনে জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন। পরবর্তীকালে তিনি একে ৩০ করেন। এদিনও তিনি প্রচার সবাই সেই আসন সংখ্যার প্রসঙ্গ আবার তোলেন। তিনি বলেন '৩০ আসন জিতিয়ে দিন। মমতাদিদির হিম্মত হবে না উন্নয়ন আটকানোর।'
প্রতিটি প্রচার সভায় সিএএ নিয়ে সরব হচ্ছেন ম𝕴ুখ্যমন্ত্রী। মঙ্গলবার বীরভূমের হাসনেও ত𒁃িনি সিএএ এবং এনআরসি প্রসঙ্গ তোলেন। এদিন রায়গঞ্জে শাহ বলেন, 'সিএএ কার্যকর হলে আপনার কী সমস্যা?" সিএএ নিয়ে হুঙ্কার দিয়ে শাহের দাবি, কংগ্রেস, তৃণমূলের ক্ষমতা হবে না সিএএ আটকানোর।'
উত্তরবঙ্গ এইমসের আশ্বাস
মোদীজি তৃতীয় বার ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস হবে, রায়গঞ্জের সভা থেকে আশ্বাস দিলেন অꩲমিত শাহ। সভায় তিনি বলেন, 'রায়গঞ্জে এমসের পরিকল্পনা করা হয়েছিল। মমতাদিদি তা রুখে দিয়েছেন। পুরো উত্তরব🐽ঙ্গে এমন নেই। মোদীজির গ্যারান্টি, ৩০ আসন জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানানোর কাজ শুরু করব।'
অনুপ্রবেশ প্রসঙ্গ
অনুপ্রবেশ প্রসঙ্গেও তিনি রাজ্য সরকারকে নিশানা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মমতাদিদি এই অনুপ্রবেশ আটকাতে পারবেন না। কেউ যদি পারেন, তিনি হলেন নরেন🔴্দ্র মোদী।’