রাজ্য ভোট প্রচারে এসে চাকরি বাতিল নিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। এদিন রাজগঞ্জের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টাকা দিতে পারলে তবে রাজ্যে চাকরি মিলবে টাকা দিতে না পারলেꦍ চাকরি পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। একই সঙ্গে তিনি আশ্বাস দেন তৃতীয়বার মোদী ক্ষমতায় এলে উত্তরবঙ্গে তৈরি হবে এইমস।
শাহের অভিযোগ, এর আগে মোদী সরকার উত্তরবঙ্গে এইমস তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু রাজ্য সরকারের জন্য তা হয়নি বলে দাবি অমিত শাহের। তবে তিনি আশ্বাস দিয়ে বলেন, মোদী যদি তৃতীয়বার ক্ষণতায় আসেন🦩 তবে রা💃য়গঞ্জে এইমস হবে।
সোমবার হাইকো🀅র্ট ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল করেছে সেই প্র🧸সঙ্গ তুলে শাহ বলেন,'গতকালই ২৫ হাজার চাকরি বাতিল করেছে হাইকোর্ট। কেন করেছে? ১০ লাখ, ১৫ লাখ টাকা ঘুষ নিত চাকরির জন্য। মা-বোনেরা আপনাদের কাছে, আপনাদের ভাই-ছেলেদের চাকরি জোটানোর জন্য ১৫ লক্ষ টাকা আছে? নেই তো? তা হলে চাকরি পাবেন কী ভাবে?'
আরও পড়ুন। ‘চাকরি বাতিলের র🔯ায়ের পিছনে বিজেপির ষড়যন্ত্র কোথায়?’ মম𒉰তাকে প্রশ্ন ছুঁড়লেন শাহ
প্রসঙ্গক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সভায় প্রাক্তন শিক্ষ💦ামন൲্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেন। তিনি বলেন, 'ওঁদের এক মন্ত্রীর ঘর থেকে ৫১ কোটি টাকা নগদ বেরিয়ে ছিল। পাার্থ চট্টাপাধ্যায় আজ জেলে বসে আছেন।' তিনি আরও বলেন, 'আমি জানতে চাই এই কাটমানি, এই চাকরি, খনিতে দুর্নীত, বাংলায় আটকানো উচিত কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পারবেন? শুধু মোদী সরকার সেটা পারবে।'