অন্তর্𝔍বর্তীকালীন জামিন পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল♛। এবার এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআইতে মুখ খুলেছেন তিনি। প্রশ্ন করা হয়েছিল, উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোটের মধ্য়ে নতুন প্রাণ এসেছে কেজরিওয়াল আসার পর থেকে। আপনি কি এটা মানেন?
সেখানে শাহ বলেন, কিছ🅠ু খারাপ ইস্যুতে ফেঁসেছেন। এটা হয়ে যাক। তারপর দেখা যাক কী হয়!
প্রশ্নঃ যে ইস্যুতে তিনি ফেঁসেছেন বলছেন তিনি তো রাজ্য🍸সভার মেম্বার!
অমিত শাহঃ দেখুন আমি এনিয়ে🍃 কোনও মন্তব্য করব না। আমি শুধু বলছি পুলিশকে অভিযোগ করলে পুলিশ দেখবে। তবে আমি এটাই বলব যে ইস্যুতে ফেঁসেছেন সেটা থেকে আগে তিনি মুক্তি পান তারপর দেখা যাবে।
ইস্যুতো চলছে…বললেন অমিত শাহ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মূলত অন্য ইস্যুতে বলতে তিনি স্বাতী মালিওয়ালের কথা༺ উল্লেখ করতে চেয়েছেন। তবে এনিয়ে তিনি সরাসরি কারোর নাম মুখে আনেননি। তিনি বলেন, অন্য ইস্যুতে ফেঁসেছেন। সেটা থেকে আগে তিনি মুক্তি পান। তারপর দেখা যাবে।
তিনি বলেন, সুপ্রিম কোর♑্ট তো স্পষ্টভাবে বলেছেন। আর তিনি বলছেন বিজয়ী হলে আর জেলে যেতে হবে না। যে জজ সাহেব এই জাজমেন্ট দিয়🍬েছেন তাঁর দেখা দরকার তিনি যে রায় দিলেন তার কতটা ভালো প্রয়োগ হচছে নাকি অপপ্রয়োগ হচ্ছে।
প্রশ্নঃ আপনি ওই রায় নিয়ে কী বলবেন?
অমিত শাহঃ দেখুন সুপ্রিম কোর্টের অধিকার রয়েছে, ন্যায় রক্ষা করার। কিন্তু আমি মনে করি এটা রুটিন আর নর্মাল রায় নয়। অনেক লোক দেশে মানেন এটা স্পেশাল ট্রিটমেন্ট হয়েছে।
প্রশ্নঃ কেজরিওয়াল বলছেন আপনারা এত ক্যামেরা লাগিয়েছিলেন যে পিএমও পর্যন্ত তার ফিড যাচ্ছিল। ꧂সব দেখছিল꧃েন কেজরিওয়াল ভেঙে পড়ছে কি না!
অমিত শাহ বলেন, কোথায় ক্যামেরা লাগানো হয়েছিল?
এএনআইঃ তিহাড়!
অমিত শাহ বলেন, তিহাড়ের কাছে রয়েছে। আমাদের কাছে নেই। জেল প্রশাসন দিল্লির প্রশাসনের কাছে। আম𒉰াদের কাছে নয়। তিনি মিথ্যে কথা বলছেন।
অমিত শাহ বলেন, তাঁকে সিরিয়াসলি নেবেন না। তিনি কেবলমাত্র ২২ আসনে লড়ছেন। আর বলছেন যে গোটা দেশে বিদ্যুতের বিল কমিয়ে দেব। বলছেন মহল্লা ক্লিনিক বানিয়ে দেব। আমি বলে দিলাম ২৯ সাল পর্যন্ত মোদীজি থাকবেন। কেজরিওয়ালের জন্য কোনও ভালো খবর নেই। মোদীজির নেতৃত্বে আমরা ভোটে লড়ছি। তাঁর নেতৃত্𓆏বেই আমরা ভোটে লড়ব।