আজ মঙ্গলবার তৃতীয় দফায় ভোটগ্রহণ হয়েছে রাজ্যের𒐪 চারটি কেন্দ্রে। এগুলি হল- মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। এদিন ভোটগ্রহণকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল মালদা দক্ষিণ কেন্দ্রের একটি বুথে। এখানকার বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী পুলিশের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। পুলিশকে কার্যত ধমক দেন বিজেপি প্রার্থী। শেষ পর্যন্ত ওই পুলিশ কর্মীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: স্কুটি চালিয়ে বউকে নিয়ে ভোট দিতে হা🅷জির অরিজিৎ, গায়কের ঝলক পেতে হুড়োহুড়ি!
বিজেপির অভিযোগ, মালদা দক্ষিণের ইংরেজবাজারের ৯১ নম্বর বুথে বিজেপির এজেন্ট সন্ধ্যা রায়কে দুষ্কৃতীরা বুথ থেকে বের করে দেয়। সেই অভিযোগ পেয়ে সেখানে ছুটে ඣযান বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র। সেখানে এসে এজেন্টকে নিজে বুথে বসিয়ে দেন বিজেপ𝕴ি প্রার্থী। সেখানেই এক পুলিশ কর্মীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। এনিয়ে ওই পুলিশ কর্মীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শ্রীরূপা মিত্র চৌধুরী।
ইংরেজবাজার শহরের ঝলঝলিয়া শিশু নিকেতন প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটে। পুলিশের উদ্দেশ্যে ধমকের সুরে তিনি বলেন, ‘ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয়। আপনি তো ডিউটি অফিসার তাহলে আপনি ভোটারদের সঙ্গে কী গল্প করছেন? আপনি আপনার কাজ করুন। আমি আপনাকꦡে অনဣেকক্ষণ ধরে দেখছি। তার জন্য আমি এখানে এলাম। আপনি ভোটারদের সঙ্গে কথা বলবেন না।’ এরপর বিএসএফ জওয়ানকেও ধমক দেন শ্রীরূপা। হিন্দিতে তিনি বলেন, ‘আমি এখানে দেখছি যে এরকম কাজ হচ্ছে। এটা কি পুলিশের কাজ।’ যদিও পুলিশ কর্মী জানান, তিনি ভোটারদের লাইন করছিলেন।
পরে সাংবাদিকদের সামনে শ্রীরূপা বলেন, ‘প্লাস্টিকের ছাউনির নিচে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে প্রভাবিত করার চেষ্টা করছিলেন অনিকেত কুমার নামে ওই পুলিশ কর্মী। পরে তাকে এখান থেকে বের করে দিয়েছি।’ তাঁর অভিযোগ, তার⛄া ভোটারদের বিরক্ত করছিলেন। লাইন ঠিক করার নামে মহিলাদের গায়ে হাত দিচ্ছিলেন। বিজেপি প্রার্থীর দাবি, ত🐻িনি নিজের চোখে এটা দেখছেন।
এর পাশাপাশি বুথে মহিলা ♍পুলিশ না থাকায় তিনি অভিযোগ জানাবেন বলেও দাবি করেছেন। প💧্রসঙ্গত, এদিন ভোটকে কেন্দ্র করে দক্ষিণ মালদার বিভিন্ন বুথে সাময়িক উত্তেজনা ছড়ায়। ইংরেজবাজারের ২৭ নম্বর ওয়ার্ডের মালদা বিভূতিভূষণ হাইস্কুলেও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিজেপির প্রার্থী।