পশ্চিমবঙ্গের পর লোকসভা নির্বাচনের মুখে এবার ঝাড়খণ্ডে বড় ধাক্কা খেল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। সিপিআইয়ের রাজ্য ইউনিট ঝাড়খণ্ডে একাই লড়ার কথা ঘোষণা করল। সিপিআইয়ের তဣরফে জানানো হয়েছে, দলটি ঝাড়খণ্ডের ১৪ টি আসনের মধ্যে ৮টি আসনে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখ্য, রবিবার ব্রিগেডের ‘জনগর্জন’ সভা থেকে বাংলায় প্রার্থী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এমন অবস্থায় ঝাড়খণ্ডে সিপিআই একই পথ অনুসরণ করায় লোকসভা ভোটে ইন্ডিয়া জোট ধাক্কা খেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ কোনও জোট 🔥বা তৃতীয় ফ্রন্টে নয়, একাই লড়ব BSP, ‘গুজব’ উড়িয়💯ে জানালেন মায়াবতী
সিপিআইয়ের রাজ্য সম্পাদক মহেন্দ্র পাঠক বলেন, ‘আমরা একাই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ উল্লেখযোগ্যভাবে, ঝাড়খণ্ডে সিপিআই-এর কোনও লোকসভা সাংসদ নেই। এ বিষয়ে কংগ্রেসকে দোষারোপ করে সিপিআই জানিয়েছে, বিরোধী জোট আসন ভাগাভাগি ব্যবস্থায় বিলম্ব করছে। সেই কারণে তারা একা লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। মহেন্দ্র পাঠক বলেন, ‘বিজেপি তাদের প্রার্♔থী ঘোষণা করেছে। কিন্তু কংগ্রেস এখনও আসন ভাগাভাগি নিয়ে কোনও আলোচনা করেনি। তাই, আমরা একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি।’ পাঠক আরও জানান, রাঁচিতে দলের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সম্পাদক জানান, সিপিআই রাঁচি, হাজারিবাগ, কোডারমা, চাতরা, পালামু, গিরিডি, দুমকা এবং জামশেদপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে। এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ১৬ মার্চের পর। এদিকে, ঝাড়খণ্ডের রাজ্য সিপিআই ইউনিট এমন সিদ্ধান্ত নেওয়ায় দলের শৃঙ্খলা ♍নিয়ে প্রশ্ন তুলেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জ𝄹েএমএম)। তাদের বক্তব্য, জাতীয় স্তরে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করছে সিপিআই-এর কেন্দ্রীয় নেতৃত্ব। তা সত্ত্বেও রাজ্য নেতৃত্ব এমন পদক্ষেপ নেওয়ায় দলের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠে।