বীরভূমে ভোট প্রচারে গিয়ে পুলিশ এবং তৃণমূলকে কড়া হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানক🍎ার তৃণমূল নেতাদের নাম ধরে ধরে তাঁদের সতর্ক করলেন। ভোটে বাধা দিলে কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিলেন বিজেপি নেতা। একইসঙ্গে মিথ্যা মামলায় জেলে বন্দিদের ‘সংগ্রামী ভাতা’ দেওয়ার কথা ঘোষণা করেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন: শুভেন্দুকে গদ্দার বলতᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে রাজি নন দেব, ‘এই মানুষটিই ত🌌ো আমাকে…’
শুক্রবার বীরভূমের সিউড়ি ২ ব্লকের পুরন্দরপুরে বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি সিউড়ি ২ ব্লককে ‘সন্ত্রাসের আঁতুর ঘর’♛ বলে মন্তব্য করেন। এই ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এবং নেতা অশ্বীনি মণ্ডলকে কার্যত হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। তাদেরকে সতর্ক করে শুভেন্দু বলেন, ‘নুরুল এবং অশ্বীনি কাউকে হুমকি দিলে আমাকে মেসেজ করবেন। ভোটের দিন যদি পাড়ায় আটকে 🐲রাখে তাহলে আমাকে বুথ নম্বর এবং পোলিং নম্বর দিয়ে মেসেজ করবেন। ১৫ মিনিটের মধ্যে সিআরপিএফ চলে যাবে কথা দিলাম। কীভাবে এদের কোমর ভাঙতে হয় জানি। আমরা দিনহাটায় উদয়ন গুহকে বাড়ি থেকে বেরোতে দিইনি।’
তিনি আরও বলেন, ‘এখানে অনেকেই অত্যাচার করছে। তাদের সতর্ক করতে এসছি। আমি কেষ্টকেও সতর্ক করেছিলাম। এখন তিহাড়ে গড়াগড়ি খাচ্ছে।’ এরপ♈𒁏রেই শুভেন্দু- নুরুল ইসলাম, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগদী, রাজু মুখোপাধ্যায় প্রভৃতি তৃণমূল নেতাদের সম্পর্কে মানুষকে সতর্ক করেন।
মিথ্যা মামলায় ফাঁসানোর প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যে সমস্ত পুলিশ মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে বিজেপি ক্ষমতায় আসলে তাদের ক্লোজ করা হবে । আর অবসর নিলে অবসরকালীন সুবিধা বন্ধ করে দেবে।’ তিনি ঘোষণা করেন, মিথ্যা মামলায় যাঁদের জেল খাট♔তে হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসলে তাদের ৫০০০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। সেটা হল ‘সংগ্রামী ভাতা।’
এদিনও তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন। তিনি বলেন, ‘তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি বলছি বিজেপি ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডার। 🌳রাজস্থানের মতো ৪৫০ টাকা করে গ্যাস করে দেব।’ তৃণমﷺূলের আমলে বিদ্যুতের বিল বেড়েছে বলেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তৃণমূলের ওই দুই নেতাকে হুঁশিয়ারি করে তিনি বলেন, ‘২০২১ সালের মতো এখানে ভোট পরবর্তী হিংসা হলে এই দুজনের অবস্থা খারাপ হবে।’