প্রার্থীপদ ঘোষণার পর প্রথমবার তমলুক লোকসভ🦩া কেন্দ্রে গেলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভ🐼েন্দু অধিকারীর সঙ্গে নন্দীগ্রামেবিজেপি নেতার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আসাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতা - কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চরমে।
আরও পড়ুন: দোলের🧔 দিন প্রেমিকেﷺর বাইকে চেপে রিলস বানাতে গিয়ে বিপত্তি, পড়ে মৃত্যু হল তরুণীর
মঙ্গলবার নন্দীগ্রামের বয়ালের বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে ছিল সংকীর্তন। দুপুরে সেই অনুষ্ঠানে যোগদান করতে সেখানে পৌঁছন অভি👍জিৎবাবু। সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী। দলীয় প্রার্থীকে ফুল দিয়ে স্বাগত জানান বিজেপি কর্মীরা। চারিদিকে ওঠে জয় শ্রী রাম ও ভারত মাতা কি জয় স্লোগান। এদিন দলীয় কর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় অভিজিৎবাবুকে। এর পর পূজায় অংশগ্রহণ করেন তিনি। চন্দনচর্চিত হয়ে ভক্তদের সঙ্গে কীর্তনে অংশগ্রহণ করেন।
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎবাবু বলেন, ‘যে ভাবে দলীয় কর্মীরা আমাকে স্বাগত জানিয়েছেন তাতে আমি আপ্লুত। তমলুকে প্রথম স্বাধীনতাকামী মানুষ ব্রিটিশকে হারিয়ে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করেছিল। সে♔ই তমলুক তৃণমূল দুর্নীতি মেনে নেবে না। মা বোনেদের ওপর যে নির্যাতন হয়েছে তা মেনে নেবে না।’
আরও পড়ুন: দেওয়াল লিখন ঘিরে দোলের দিন অশান্ত﷽ ভাঙড়, ISF-TMC সংঘর্ষে ঝরল রক্ত
চাকরিজীবনের মেয়াদ ফুরানোর ৫ মাস আগেই বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে তমলুক কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে বলে আগেই গুঞ্জন ছড়িয়েছিল। বিজেপির এরাজ্যের দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশিত হলে দেখওা যায় শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত তমলুক থেকেই তাঁকে প্রার্থী করেছে দল। অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে তৃণমূল।