বিজেপির বিরুদ্ধে প্রচারে এবার পোর্টাল চালু করল তৃণমূল কংগ্রেস। গ📖ত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভায় একটি ভিডিয়ো দেখানো হয়েছিল। সেই ভিডিয়োটিকে ভিত্তি করে পোর্টালটিকে তৈরি করা হয়েছে। এই পোর্টালটিতে রয়েছে বেশ কিছু ঘটনার উল্লেখ করা হয়েছে। যার ভিত্তিতে জনতার মতামত চাওয়া হয়েছে।
//jonogonergorjon.com/ এই পোর্টলটি খুললেই ব্রিগেডে দেখানো ভিডিয়োটি চালু হয়ে যাচ্ছে। যেখানে দেখানো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের বঞ্চনা, বিজেপির কর্মকাণ্ড নিয়ে যে সমস্ত অভিযোগ করে থাকে তৃণমূল। ভিডিয়োটি ক্রল করলেই ‘শপথ নিন বলে’ একটি বোতাম আসছে। যেখানে ক্লিক করলেই প্রশꦓ্নবলীতে চলে যাচ্ছে। উত্তর দিতে হ্যাঁ বা না-তে। যে𝓀 প্রশ্নগুলি পর পর আসছে সেগুলি হল:
- স্বামী বিবেকানন্দ ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে এবং বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। বাংলার সংস্কৃতির অসম্মান করেছে। আপনার কি মনে হয়, এটা ঠিক?
- বাংলার বাইরে থেকে এসে বহিরাগতরা ষড়যন্ত্র করে আর বাংলার বাইরে গিয়ে বাংলাকেই অপমান করে। আপনার কি মনে হয়, এটা ঠিক?
- দশ বছর ধরে দিল্লির জমিদাররা কেবল ভোটের সময়ই বাংলায় এসে নানা ভুয়ো প্রতিশ্রুতি দেয়। এভাবেই জুমলা করে ভোটের পর তারা কোনও কথাই রাখে না। আপনার কি মনে হয়, এটা ঠিক?
- গত পাঁচ বছরে আমাদের থেকে দিল্লির জমিদাররা ৪.৬ লক্ষ কোটি টাকা কর হিসেবে নিয়ে গেছে। অথচ আমাদের হকের ১.৬ লক্ষ কোটি টাকা জোরজবরদস্তি আটকে রেখেছে। আপনার কি মনে হয়, এটা ঠিক?
- ১০০ দিনের কাজের প্রায় ৬০ লক্ষ কর্মীদের কাজ করিয়েও হকের টাকা ইচ্ছে করে আটকে রেখেছে । আপনার কি মনে হয়, এটা ঠিক?
- বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। হকের টাকা আটকে ১১ লক্ষ পরিবারের মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে ওরা। আপনার কি মনে হয়, এটা ঠিক?
- বাংলার মানুষ যখন তাদের হকের টাকা চাইতে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল, তখন তাদের ওপর পুলিশ অত্যাচার করে। আপনার কি মনে হয়, এটা ঠিক?
- রাজনৈতিক কারণে বাংলা বিদ্বেষী মনোভাব রেখে বাংলার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করা, তাদেরকে ঘৃণা করা এবং অন্যায়ভাবে তাদের জোরজবরদস্তি বঞ্চিত করা। এই কারণগুলোর জন্য বিজেপি কি বাংলা বিরোধী নয়?
এই প্রশ্নের দিলেই ‘বিজেপি মু✅ক্ত বাংলা গড়ার’ শপথ নেওয়া সম্পন্ন হচ্ছে।
আরও পড়ুন। বাংলার ৮ আসনে প্রার্থী দিল কংগ্রেস! পাঠানের বিরুদ্ধে অধীরই,🗹 কলকাতা উত্তরে প্রদী🎶প