সামনেই লোকসভা ভোট। তার𒐪 আগে বৃহস্পতিবার তিন নম্বর প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। সেখানে সব মিলিয়ে ৯জন প্রার্থীর নাম রয়েছে। তবে কোনওক্ষেত্রেই বাংলার কোনও বিজেপি প্রার্থীর নাম নেই। বেশিরভাগই দক্ষিণ ভারতের বিজেপি প্রার্থীর নাম রয়েছে।
চেন্নাই দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছেন শ📖্রীমতি তামিলিসাই সৌন্দরারাজন। চেন্নাই সেন্ট্রাল থেকে প্রার্থী হচ্ছেন শ্রী বিনোজ পি সেলভাম। ভেলোর থেকে বিজেপির টিকিটে প্রার্থী হচ্ছেন ডঃ এসি শানমুগাম। কৃষ্ণগিরি থেকে প্রার্থী হচ্ছেন শ্রী সি নরসিংহন। নীলগিরি থেকে প্রার্থী হয়েছেন ডঃ এল মুরুগান। কোয়েম্বাটোর থেকে প্রার্থী হয়েছেন শ্রী কে আন্নামালাই। পেরামবালুর থেকে প্রার্থী হয়েছেন শ্রী টিআর পারিভেনদার। থুট্টুকুড়ি থেকে প্রার্থী হচ্ছেন শ্রী নায়নার নগেন্দ্রন ও কন্য়াকুমারী থেকে বিজেপির প্রার্থী হচ্ছে👍ন শ্রী পন রাধাকৃষ্ণান।
তবে তাৎপর্যপূর্ণভাবে এই তালিকায় বাংলার কারোর নাম নেই। এদিকে বাংলায় এখনও একাধিক আসনে কারোর নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়নি। সেক্ষেত্রে বাংলার নীচু তলার বিজেপি কর্মীদের মধ্য়ে এনিয়ে নানা চর্চা চলছে। তৃণমূল ইতিমধ𒁏্য়েই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু বাংলার একাধিক আসনে বিজেপি প্রতীকে কে লড়বেন তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। দার্জিলিং, তমলুক, ডায়মন্ডহারবার, উত্তর কলক♉াতার মতো গুরুত্বপূর্ণ আসনে এখনও প্রার্থীর নামই ঘোষণা করতে পারেনি বিজেপি। বাংলার বিজেপি কর্মীরা সেই নামগুলো শোনার জন্য কার্যত হাপিত্যেশ করে বসে রয়েছেন।