ভোটের বাংলায় অব্যহত রক্তপাত ও হিংসার সংস্কৃতি। এবার রক্তাক্ত হল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি এলাকা। সেখানে তৃণমূল কর্মীর ওপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনার দায় অস্বীকার করেছে বিজেপি। তবে এই ঘটনায় ২ জন বিজেপি কর্মীকে গ্রেফত🦩ার করেছে পুলিশ।
আরও পড়ুন: দেও🧸য়াল লিখন ঘিরে দোলের দিন অশান্ত ভাঙড়, ISF-TMC সংঘর্ষে ঝরল রক্ত
সোমবার দোলের দিন বিকেলে বিজেপি তৃণমূল সংঘর্ষে উ🍌ত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কুমিরমারি এলাকায়। সেখানে তৃণমূল কর্মী বুবাই মণ্ডলকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। বন্দুকের বাট দিয়ে মেরে মাথা 🉐ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম বুবাইকে স্থানীয় ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
তৃণমূলের অভিযোগ, ছোট মোল্লাখালি অঞ্চল তৃণমূলের সভাপতি অঙ্কন মণ্ডলকে খুন করার চক্রান্ত করে এই হামলা চালিয়েছে বিজেপি। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, দোলের দিন ব🍷িকেলে এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মী কচি সর্দার, নাথু সর্দাররা। সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। ঘটনায় দুই বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: দোলের দিন 🥀প্রেমিকের বাই☂কে চেপে রিলস বানাতে গিয়ে বিপত্তি, পড়ে মৃত্যু হল তরুণীর
তৃণমূলের তরফে সুন্দরবন কোস্টাল থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই বিজেপি কর্মীকে এই ঘটনায় ⛎গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে।
রাজ্যে লোকসভা ভোট ঘোষণা হতে বিভিন্ন জেলা থেকে আসছে হিংসার খবর। ভোট শুরুর ১ মাস আগে এই পরিস্থিতি হꦑলে ভোটের দিন কী হতে পারে ♕তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।