ভোটের কোচবিহার ফের একবার উত্তপ্ত হল রাজনৈতিক হিংসায়। রবিবার বিকেলে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বিজেপির হামলায় উদয়নবাবুর গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ। এর পর ঘটনাস্থলেই অবরোধ শুরু করেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশবাহিনী।রবিবার কোচবিহারের ঘুঘুমারি এলাকায় উদয়ন গুহর গাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা উদয়নবাবুর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়ে বলে দাবি। এর জেরে উদয়নবাবুর গাড়ির কাচ ভেঙে যায়। তবে মন্ত্রী মশাই তেমন আহত হননি।ঘটনার দায় অস্বীকার করে বিজেপির দাবি, ভোটের আগে সমবেদনা পেতে পরিকল্পনা করে নিজের গাড়িতে নিজেই হামলা করিয়েছেন উদয়নবাবু।ওদিকে মন্ত্রীর গাড়িতে হামলার খবর পেয়েই পথ অবরোধ শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদয়নবাবুর দাবি, তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই বিজেপির হামলার মুখে পড়ছেন। এব্যাপারে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।গত ১৯ মার্চ রাতে দিনহাটা শহরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনায় সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন উদয়ন ও নিশীথ। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দু পক্ষের বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার হামলা উদয়নের গাড়িতে।