Pশুভেন্দুর ভাড়াবাড়িতে পুলিশি হামলা ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ধুন্ধুমার বাঁধল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। এদিন বিকেলে প্রায় ৭০ জন পুলিশকর্মী কোলাঘাটে বিরোধী দলনেতার বাড়িতে তল্লাশি চালান। খবর পেয়ে কেশপুরে রাজনৈতিক কর্মসূচি ফেলে ছুটে আসেন শুভেন্দু﷽বাবু। কোলাঘাট থানায় গিয়ে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেন তিনি। এর পর শুভেন্দু অধিকার🌼ী বলেন, আমাকে ফাঁসানোর চেষ্টা। আমি মমতার সরকারের অত্যাচারের শিকার।
আরও পড়ুন: মমতার হুমকির পর জ꧑লপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা হয়েছে, 🅺দাবি মোদীর
পড়তে থাকুন: ‘অশুভ শক্তি’র বিনাশের ডাক দিয়ে খালি পায়ে কলকাতার রাজপথে হাঁটবܫেন সাধু - সন্ন্যাসীরা
মঙ্গলবার বিকেলে হঠাৎ শুভেন্দুবাবুর কোলাঘাটের বাড়িতে পৌঁছে যান প্রায় ৭০ জন পুলিশ আধিকারিক ও কর্মী। গোটা বাড়ি ঘিরে ফেলে তল্লাশি চালান তাঁরা। পুলিশ সূত্রে দাবি করা হয়, এক দুষ্কৃতীর লুকি๊য়ে থাকার খবরে এই তল্লাশি চালানো হয়েছে𝓀। ওদিকে শুভেন্দুবাবুর বাড়িতে তল্লাশির খবর পেয়ে সেখানে জড়ো হন বিজেপি কর্মীরা। পুলিশকর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
খবর পেয়ে কেশপুরে বিজেপির কর্মসূচি থেকে সোজা কোলাঘাট থানায় পৌঁছন শুভেন্দু। সেখানে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তিনি। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেﷺপি সমর্থকরা। থানা থেকে বেরিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘পুলিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমার বৃদ্ধ বাবা মায়ের ওপর নির্যাতন হচ্ছে। পুলিশ ওখানে যে মাদক, আগ্নেয়াস্ত্র বা টাকা রেখা আসেনি তার প্রমাণ কী? ভাইপোর নির্দেশে আইপ্যাকের লোকেদের নিয়ে পুলিশ আমার বাড়িতে হামলা চালিয়েছে। আদালত আমাকে রক্ষাকবচ দিয়েছে, তার পর আমার বাড়িতে পুলিশ যাওয়ার কারণ কী? ওদের কাছে সার্চ ওয়ারেন্ট থাকলে তো আমার উপস্থিতিতেই তল্লাশি চা♋লাতে পারত। আমি মমতার সরকারের অত্যাচারের শিকার।’
আরও পড়ুন: গভীর রাতে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের আশ্রমে হামলা, সন🍷্ন্যাসীদের নিগ্রহের অভিযো🍨গ
শুভেন্দ🤡ুবাবু বলেন, ‘পুলিশের এই পদক্ষেপে আমি কমিশনের কাছে অভিযোগ জানাব।’