লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ আজ। আজ সারা দেশের ৫৭টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৯টি আসন - দমদম, বারাসত, বসিরহাট, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, ডায়মন্ড হারবার, মথুরাপুর এবং জয়নগর। বাংলায় শেষ দফার ভোটের যাবতীয় লাইভ আপডেট জানত🍒ে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
মহিলা ভোটারদের উপর হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
সন্দেশখালি আগারহাটি এলাকায় ভোট দিতে বাধা তৃণমূলের। সেই সময় পুলিশ এসে মহিলা ভোটারদের উপর হামলা চালায় বলে অভিไযোগ।
১টার মধ্যেই বসিরহাটে ভোট পড়েছে ৫০ শতাংশের বেশি
দুপুর ১টা পর্যন্ত বসিরহাটে ভোট পড়েছে ৫০ শতাংশের বে🌃শি। দমদমে ভোট পড়েছে ৪১.০৯ শতাংশ। এ ছাড়াও বারাসতে ৪৭.৪৯ শতাংশ, জয়নগরে ৪৮.২৭ শতাংশ, মথুরাপুরে ৪৭.০৩ শতা🦋ংশ, ডায়মন্ড হারবারে ৪৭.৩৩ শতাংশ। যাদবপুরে ৪৩.২৫ শতাংশ, কলকাতা দক্ষিণে ৩৯.৭ শতাংশ এবং কলকাতা উত্তরে ৩৯.৪৮ শতাংশ ভোট পড়েছে।
বরানগরে গ্রেফতার ভুয়ো ভোটার
বরানগরের ১০২ নং বুথ থেকে সজল ঘোষ এক ভু🧔য়ো ভোটারকে ধরেছিলেন। সেই ভুয়ো ভোটারকে গ্রেফতার করলꦫ বরানগর থানার পুলিশ।
অশোকনগরে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ
বারাসতের অশোকনগরের বাঁকপুল চাক এলাকার ৭💙৩ নম্বর বুথে আইএসএফ-তৃণমূল সংঘর্ষ। দুই দলের কﷺর্মীরা একে অপরের দিকে ইট ছোড়ে বলে অভিযোগ।
সন্দেশখালিতে বোমাবাজি, বিক্ষোভ পুলিশকে ঘিরে
সন্দেশখালির আগারহাটিতে স্কুলের কাছে এক তৃণমূল সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। সেই ঘটনায় উত্তম পাত্র নামক একজনকে আটক করা হয়🐈েছে। তবে পুলিশের এই পদক্ষেপের জেরে স্থানীয়রা ক্ষিপ্ত। তাঁদের দাবি,🐲 উত্তম নির্দোষ। এই আবহে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
দমদমে বিজেপির বুথ ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ
দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের🎀 বিরুদ্ধে।ꦚ ঘটনায় অভিযোগের তির তৃণমূল নেতা প্রবীর পালের দিকে।
বিজেপির জেলা সহসভাপতি আক্রান্ত তৃণমূলের হাতে
দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহ বিধ꧂ানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েতের লেলিনগড় ২৩৭ নম্বর বুথে বিজেপি কলকাতা উত্তর শহরতলীর সহ-সভাপতি শেখ রমজান 🎶আলিকে বাঁশ দিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর গাড়িও ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।
হিঙ্গলগঞ্জে তৃণমূলের নির্বাচনী বুথ ভেঙে দেওয়ার অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে
হিঙ্গলগঞ্জের গো💟বিন্দকাটি ২০৭ নম্বর বুথের পাশে তৃণমূলের দলীয় নির্বাচনী বুথ ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল নির্বাচনী ডিউটিতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। গোপালগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি এই ঘটনা নিয়ে নিℱর্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।
উত্তর কলকাতায় সব শান্তিপূর্ণ, দাবি পুলিশের
এলাকায় টহল কলকাতা পুলিশের ডিসিপি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখার্জির। উত্তর কলকাতার বি🃏ভিন্ন জায়গায় ঘুরে তিনি জ💙ানান, সবকিছু শান্তিপূর্ণ আছে।
সিপিএমের ৬টি ক্যাম্প অফিস ভাঙচুর যাদবপুরে
যাদবপুর বিধানসভা কেন্দ্রের ১০২ নম্বর ওয়ার্ডে সিপিএমের ৬টি ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের 🌄বিরুদ্ধে।
বারাসতের বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান অশোকনগরে
বারাসত লোকসভা কেন্দ্র অশোকনগর বিধানসভা এলাকায় দিগরা হরদয়াল বিদ্যাপিঠের বুথে বিজেপি প্রার্থী স্বপ🌟ন মজুমদার প্রবেশ করতেই গো ব্যাক স্লোগান তৃণমূল কংগ্রেসের সমর্থকদের। এর জেরে ব্যাপক উত্তেজনা ছড়♏ায় এলাকায়
ডায়মন্ড হারবারে অভিজিৎ দাসকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববিকে ঘিরে উঠল গো-ব্যাক স্লোগান। ঘটনাটি ঘটে ফলতা রোডে। এরপর রাস্তায় বসে পড়েন বিজেপি প্রার্♓থী। প্রায় দেড় ঘণ্টা পর তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পরে ফের তৃণমূলের মহিলা সমর্থকদের বিক্ষোভের মুখ পড়তে হয় তা🐟ঁকে। দেখানো হল ঝাঁটা ও জুতো।
জয়নগর লোকসভা কেন্দ্রের মৈপিঠ বৈকণ্ঠপুর গ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
জয়নগর লো🌞কসভা কেন𓆉্দ্রের মৈপিঠ বৈকণ্ঠপুর গ্রামের ২৭০ নম্বর বুথে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। বিজেপির অভিযোগ, ভোট দিতে যাওয়ার পথে তাদের দলের সমর্থকদের ওপরে হামলা চালানো হয়। বিজেপি কর্মীদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়। পালটা তৃণমূলের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয়।
১টা পর্যন্ত ১৮৯৯ টি অভিযোগ জমা পড়ল কমিশনে
দুপুর ১ টা পর্যন্ত মোট অভিযোগ পড়ল ১৮৯৯ টি। এর মধ্যে🔯 NGRS-এ ১৩০৬, C VIGIL-এ ১২৮, CMS-এ ৪৬৫টি অভিযোগ জমা পড়েছে। দমদম , বারাসত এবং বসিরহাট থেকে অভিযোগ জমা পড়েছে ৬৩১টি। জয়নগর, মথুরাপুর, যাদবপুর এবং ডায়মন্ড হারবার মিলিয়ে মোট ৫৫৩টি অভিযোগ জমা পড়েছে এখনও।
কসবায় তৃণমূলের বাইক বাহিনী ভোটারদের আতঙ্কিত করছে বলে অভিযোগ
কসবার ১০৭ নম্বর ওয়ার্ডের ৩০৯,৩১ꦰ০, ২২৬, ২২৭ বুথে বাইকে চড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটারদের প্রভাবিত করছে বলে অভিযোগ বিজেপির।
দক্ষিণ কলকাতায় ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বেহালা পশ্চিমের ১২৭ নম্বর ওয়ার্ডের ২৪১, ২৪২, ২৬৫,ܫ ২৬৪, ২১২, ২১৩, ২১৪ বুথ, খিদিরপুর এবং গার্ডেনরিচের একাধিক বুথে তৃণমূল ছাপ্পা ভোট দিচ্ছে বলে গুরুতর অভিযোগ করল বিজেপি।
ডায়মন্ড হারবারে বামের নামে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ডায়মন্ড হারবারে সিপিএমের নাম করে ভুয়ো এজেন্ট বসিয়ে দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। সেই ভুয়ো এজেন্টকে হাতেন♚াতে ধরলেন সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান।
সন্দেশখালিতে মাথা ফাটল বিজেপি কর্মীর
সন্দেশখালির বয়ানমারিতে বিজেপি-তৃণ🎀মূল সংঘর্ষ। বাইক ভাঙচুর চলে এলাকায়। ঘটনায় উভয়পক্ষের জখম ৪। মাথা ফেটেছে এক ব﷽িজেপি কর্মীর।
BJP নেতার পা ধরে কান্না কর্মীর
হাড়োয়াতে বিজেপি কর্মী ভোট দিতে না পেরে কান💧্নায় ভেঙে পড়লেন। বিজেপি নেতা কাসেম আলিকে ধরে সেই কর্মী বলতে থাকেন, ‘আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। আমাকে ভোট দিতে দিল না।’🐼 এই ঘটনায় অভিযোগের তির হাড়োয়ার খালেক মোল্লার বিরুদ্ধে।
কলকাতায় ভোট দিলেন ইসকনের 'প্রভু'রা
সাধু বিতর্কের মাঝে কলকাতায় ভোট দিলেন ইসকনের 'প্রভু'রা। এর আগে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, ইসকনের নাম ඣনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে এই সাধু সংঘগুলি ‘বিজেপিপন্থী’।
বেলেঘাটায় কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ
বেলেঘাটার ফুলবাগানে ২২০ নম্বর বুথের কংগ্রেসের বুথ এজেন্ট বিজন চট্টোপাধ্যায়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এজেন্টকে বুথ থেক বের করে দেওয়া হয়। পরে আক্রান্ত এজেন্টকে আবার 👍ওই বুথে বসিয়ে দিয়ে আসেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য।
ফের গো ব্যাক স্লোগান তাপস রায়কে ঘিরে
৫০ নম্বর ওয়ার্ডে শুড়াকন্যা বিদ্যালয়ে ভোট পরিদর্শনে গ🃏েলে তাপস রায়কে ঘিরে ধরে তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃণমূলের কর্মীরা। পাল্টা স্লোগান দেন বিজেপ﷽ি কর্মীরাও। ওই সময় কিছুটা উত্তপ্ত হয় এলাকা। পুলিশ সঙ্গে সঙ্গে পৌঁছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। QRT টিমও এসে পৌঁছয় সেখানে।
অশোকনগরে আইএসএফের হাতে আক্রান্ত তৃণমূল
অশো🥃কনগর বিধানসভার শ্রীকৃষ্ণ পঞ্চায়েতের নাদুরিয়া গ্রামের দু'নম্বর বুথে তৃণমূল কর্মী হাবিবুল মোল্লাকে মার🧸ধরের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে।
ভোটের দিনও প্রার্থীর হয়ে মাইকে প্রচার!
ভোটের দিনও🥂 মাইক নিয়ে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রচার। কলকাতা উত্তর কেন্দ্রের ২নং ওয়ার্ডের✨ ব্লক সভাপতি এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ।
১১টা পর্যন্ত বাংলার কোথায় কত ভোট পড়ল?
নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত বাংলার নয় আসনে গড় ভোটদানের হার ২৮.১ শতাংশ। ভোটের হারে শীর্ষে বসিরহাট - । এরপর ডায়মন্ড হারবারে ভোট পড়েছে ৩১.৫১ শতাংশ, মথুরাপুরে ৩০.৫ শতাংশ, জয়নগরে ৩০.২৫ শতাংশ,🎶 বারাসতে ২৭.৮৬ শতাংশ, যাদবপুরে ২৬.৫৯ শতাংশ এবং দমদমে 🍰২৪.৮৩ শতাংশ ভোট পড়েছে।
বরানগরে বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বরানগর বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের পাশে ৬২ নম্বর বুথের ১০০ মিটারের মধ্♎যে তৃণমূল কংগ্রেস ক্যাম্প করেছে বলে অভিযোগ। এই খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্ত। তিনি এলাকায় পৌঁছতেই তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল নেতাকর্মীরা🔯।
৪ ঘণ্টায় ১৪৫০টি অভিযোগ জমা পড়ল কমিশনে
সকাল ১১ টা পর্যন্ত বাংলার ৯টি লোকসভা কেন্দ্র মিলি꧃য়ে মোট ১৪৫০টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশন দফতরে। এর মধ্যে NGRS-এ ১০১৫, C VIGIL-এ ১২৮, CMS-এ ৩০৭টি অভিযোগ জমা পড়েছে। এদিকে 𝓀বিজেপি ৭৫, সিপিআইএম ১৪২, কংগ্রেস ৯টি অভিযোগ জমা দিয়েছে কমিশনে।
বসিরহাট থেকে উদ্ধার ২২ লাখ টাকার জাল নোট
ভোটের দিন বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ২২ লক্ষ টাকার জাল নোট উদ🥀্ধার। আটক ৮ জন। ভোট চলাকালীন এই এই টাকা উদ্ধার হওয়াকে নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বসিরহাট জেলা পুলিশের উদ্যোগে বসিরহাট থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বেশ ৮ জন ব্যাক্তিকে এই জাল নোট সমেত আটক করা হয়।
মথুরাপুরে বেহাল রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক কাশীনগর গ্রামে
মথুরাপুরের কাশীনগর গ্রামে ভোট বয়কটের ডাক স্থানীয়দের। সেখানে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভও দেখান স্থানীয়রা। কাশীনগর গ্রাম পঞ্চায়েতের ১১১ নম্বর বুথে এই ঘটনা ঘটে। বহুদিন ধরেই রাস্তার বেহাল দশার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দেন স্থানীয়রা। বিক্ষোভকারী🍎দের অভিযোগ, শাসকদলকে বলেও কোনও কাজ হয়নি। এদিকে ভোট বয়কটের খবরটি বিজেপি মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর কানে গেলে তিনি ঘটনাস্থলে যান। এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী।
সুজনকে গো ব্যাক স্লোগান বুথে
দমদম লোকসভার অন্তর্গত তেঘরিয়া শশীভূষ🐎ণ হাইস্কুলে বাম প্রার্থী সুজন চক্রবর্তী ঢোকা মাত্রই তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সুপ্রিয়া ঘোষ ওরফে সোমার নেতৃত্বে গো ব্যাক স্লোগান তোলা হয়। এর জেরে উত্তেজনা ছড꧙়ায় সেখানে। পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা এসে পরিস্থিতি সামাল দেয়।
দক্ষিণ ২৪ পরগনার ৪টি লোকসভা কেন্দ্রের একাধিক বুথে কাজ করছে না সিসিটিভি, অভিযোগ শুভেন্দুর
ডায়মন্ড হারবারে ১৪১ট♎ি, মথুরাপুরে ১৩🥀১টি, জয়নগরে ৯০টি এবং যাদবপুরে ৬০টি বুথে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না বলে অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
বারুইপুরে সৃজনকে ঘিরে উত্তেজনা
সিপিএম প্রার্থী সৃজন বন্দ্যোপাধ্যায়কে বারুইপুরে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। সৃজনের অভিযোগ ছিল, বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে বলেছিলেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে মারতেও তেড়ে যায় অনেকে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩,১৫৪,১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে এই ঘটনা ঘটে। সিপিএম প্রার্থীর এ🌃জেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে এখানে।
সূর্যকান্ত মিশ্রর মেয়েকে হেনস্থার অভিযোগ বুথে
সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র♚র মেয়ে রোশেনারা মিশ্রকে বুথে ভিতরই হেনস্থার অভিযোগ উঠল এবার।
‘পাঁচ বছর ধরে বাংলার প্রতি যে ভাবে বঞ্চনা হয়েছে…’, ভোট দিয়ে বললেন অভিষেক
ভোট দিয়ে অভিষেক বললেন, ‘আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় ভোটাধিকার প্রয়োগ করবে। বিগত পাঁচ বছর ধরে বাংলার প্রতি যে ভাবে বঞ্চনা হয়েছে, তার জবাব মানুষ দেবেন। প্রতিফলন ৪ তারিখ দেখতে পাবেন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ, তার প্রতিফলন হবꦍে।’
বরানগরে কৌস্তভ বাগচীরে গো ব্যাক স্লোগান
বরানগর বিদ্যামন্দির বয়েজ হাই স্কুলে বুথ নম্বর ৩৮, ৩৯, ৪০-এর ভোটগ্রহণ পরিদর্শন করতে এসেছিলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। 🏅তিনি সেখানে যেতেই তাঁকে ঘিরে তৃণমূল সমর্থকরা গো ব্যাক স্লোগান তোলে এবং বিক্ষোভ দেখায়।
বরানগরে TMC কাউন্সিলরের সঙ্গে হাতাহাতি বাম প্রার্থীর
বরানগরে ১৪ নম্বর ওয়ার্ডে ভোট দেখতে গিয়ে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে বচসা। সেখা🙈ন থেকেই হাতাহাতি হয় বরানগর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের।
বরানগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি এজেন্টদের বসতে বাধা দেওয়ার অভিযোগ
বরানগর পুরসভার ১০২ নম্বর বুথে এজেন্ট বসানোকে কেন্দ্র করে উত্তেজনা।ওদিকে বরানগর পুরসভার অন্তর্গত ৩৫ নম্বর ওয়ার্ডে ২৫ এবং ২৬ নম্বর বুথে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। সকালে বসলেও বেলা বাড়ার সাথে সাথেই এজেন্টকে বুথের ভেতর থেকে বা💜ইরে বার ক♒রে দেওয়ার অভিযোগ।
ভোট দিলেন কাকলি
ভোট দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। ভোট দিয়ে কাকলি জানান, ভোট মোটামুটি শান্তিপূর্ণ চলছে। এখনও পর্যন্ত ꦰএই কেন্দ্রের কোথাও থেকে কোন অভিযোগ তার💖 কাছে আসেনি। ভোটগ্রহণ কেন্দ্রের প্রহরারত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধেও তার কোন অভিযোগ নেই।
উত্তর কলকাতায় ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি এজেন্টদের বসতে দেয়নি প্রিসাইডিং অফিসার!
উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের স্বাক্ষর না মেলার✱ দাবি করে ৪টি বুথে এজেন্টকে বসতে দেয়নি প্রিসাইডিং অফিসার। এমনই অভিযোগ করলেন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর মীনা দেবী পুরোহিত। তাঁর ওয়ার্ডের ১৯, ২১ এবং ১২ নম্বর বুথে তাপস রায়ের এজেন্টদের বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। পরে অবশ্য কাউন্সিলর যাওয়ার পরে তাঁদেরকে বসতে দেওয়া হয়।
২ ঘণ্টায় ৭১৫ অভিযোগ
𝓰সকাল ৯টা পর্যন্ত মোট ৭১৫টি অভিযোগ জমা পড়ল কমিশনে। এর মধ্যে বিজেপি ২৫টি, সিপিএম ৪৬টি এবং কংগ্রেস ছ’টি অভিযোগ জানিয়েছে।
বেলেঘাটায় তাপসকে ঘিরে তৃণমূলের মহিলা কর্মীদের বিক্ষোভ
বেলেঘাটা ৩৩ নম্বর বুথের সামনেꦇ তাপস রায়কে গো ব্যাক স্লোগা𝕴ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। তাপস রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের।
দক্ষিণ কলকাতায় বাম প্রার্থীর নির্বাচনী এজেন্টের ওপর হামলা
দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সোনালী পার্কের কাছে একটি স্কুলে ২৬৪ এবং ২৬৫ নম্বর বুথে ভোট প্রক্রিয়া চলাকালীন বুথ জামের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ কলকাতার সিপিআইএম প্রার্থী সায়রাশাহ হালিমের ইলেকশন এজেন্ট কৌস্তব চ্যাটার্জির অভিযোগ, বুথের বাইরে বেশ কিছু মানুষের জমায়েত হয় সকাল সকাল। ভোট দিতে আসা মানুষদে🐼র বাধা দেওয়ার চেষ্টা চলছিল সেখানে। এই খবর পেয়ে তিনি যখন ওই বুথের সামনে যান, তখন তৃণমূল ꦬআশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয় এবং তার গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করলেন কৌস্তভ।
ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের খণ্ডযুদ্ধ
এবার ভাঙড়ের নলমুড়িতে আইএসএফ ও তৃণমূল কংগ্রেসের খণ্ডযুদ্ধ। ঘটনায় দু'পক্ষের বেশ কয়েজন আহত। মাথা🅰 ফেটেছে একাধিক জনের। ঘটনাস্থলে ভাঙড় থানা🌺র পুলিশ পৌঁছলে পুলিশকে ধরে বিক্ষোভ দেখান আইএসএফ সমর্থকরা।
কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা
উত্তর কলকাতার কাশীপুরে বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায🗹়। তিনি সেখানে পৌঁছলে তাঁকে ঘিরে উত্তেজনা ছড়ায়।
সোনারপুরে বুথে বসতে বাধা বিজেপি এজেন্টকে
যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহ-২ অঞ্চলের ৩০ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ব🐽ুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টের নথিপত্র কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি সেক্টর অফিসারকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি গেরুয়া শিবিরের।
এবার ভাঙড়ের ফুলবাড়িতে আইএসএফ-তৃণমূল খণ্ডযুদ্ধ
ফের ভাঙড়ে আইএসএফ-তৃণমূল কংগ্রেস খণ্ডযুদ্ধ। এবার ঘটনাস্থল ভাঙড়ের ফুলবাড়ি। বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের উপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পালটা আইএফএফের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের♈। ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী। সেখানে সেন্ট্রল ফোর্সের দেখা না মেলায় ক্ষোভ আইএসএফ প্রার্থী নূর আলম খানের গলায়। য🎃দিও পরে সেন্ট্রাল উপস্থিত হয় সেখানে।
কাকলির বাড়ির সামনের বুথেই নাকি বসতে দেওয়া হচ্ছে না TMC এজেন্টকে!
বারাসতের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারেরꦓ বাড়ির সামনে বুথে উত্তেজনা। তৃণমূলের বুথ এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে নꦿা বলে অভিযোগ।
মিঠুনকে ‘চোর চোর’ স্লোগান
ভোট দিয়ে বেরোনোর সময় মিঠুন চক🌳্রব💜র্তীকে 'চোর চোর' স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের।
পুকুরে পড়ল ইভিএম
জয়নগর লোকসভা কেন্দ্রের কুলতলি বিধানসভা মেরিগঞ্জ ২ অঞ্চলের ৪০ , ৪১ নম্বর বুথে বিজেপি এজেন্টদের যেতে দেওয়া হচ্ছে না ඣবলে অভিযোগ। এই আবহে ক্ষুদ্ধ গ্রামবাসীরা ইভিএম ফেলে দিলেন পুকুরে।
‘জীবনে প্রথম নিজে ভোট দেব’, দাবি রেখা পাত্রর
'জীবনে আমি নিজে প্রথম ভোট দেব আর সন্দেশখালির মা-বোনেরাও প্রথম ভোট দেবে।' সকালে এলাকা পরিদর্শনে বেরিয়ে প্রথম 🍨প্রতিক্রিয়ায় এমনটাই বললেন বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্র।
বসিরহাটে সিপিএম এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ
বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী নিরাপদ সরদারের বুথ এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ঘটনাটি ঘটে হাসনাবাদের পাটলি খানপুর পঞ্চায়েতের অন্তর্গত ৬১ নাম্বার বুথে। বাম এজেন্টকে গায়ে ধাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। পরে সি🔴পিআইএম প্রার্থী নিরাপদ সরদার নিজে এসে বুথে বসিয়ে দিলেন এজেন্টকে।
ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া
ভোটের সকালেই উত্তপ্ত ভাঙড়ের সাতুলিয়া। যাদবপুর লোকসভা কেন্দ্রের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া এলাকায় আইএসএফ ও সিপিএম কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায়𝕴 বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঘটনাস্থলে এখনও পড়ে আছে তাজা বোমা। ঘটনাস্থলে পোলারহাট থানার পুলিশ গিয়ে পৌঁছেছে।
আইএসএফ প্রার্থীর গাড়ির উপর হামলা ভাঙড়ে
ভোটের রাতেই আইএসএফ প্রার্থীর গাড়ির উপর হামলা ভাঙচুরের অভিযোগ ভাঙড়ে। জানা গিয়েছে, ভোটের কয়েক ঘণ্টা আগে রাতে ভাঙড় এক নম্বর ব্লকের রানিগাছি এলাকা♎য় আইএসএফ তৃণমূল সংঘর্ষ হয়। সেই সময় প্রার্থীর গাড়ির কাচ ভেঙ্গে দেওয়া🍌 হয়।
মথুরাপুরে এবার প্রার্থী বদলেছে তৃণমূল
মথুরাপুরে বিদায়ী সাংসদ চৌধুরী মোহন ꩵজাটুয়ার জায়গায় বাপি হালদারকে এবার টিকিট দিয়েছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক পুরಌকাইত। সিপিএম প্রার্থী শরৎচন্দ্র হালদার।
জয়নগরে প্রার্থী কারা?
এক সময় আরএসপির দুর্গ বলে পরিচিত জয়নগরে তৃণম♏ূলের প্রা🔯র্থী প্রতিমা মণ্ডল। ২০১৪ সাল থেকে এই কেন্দ্রে জিতে এসেছেন তিনি। অপরদিকে এবার এই কেন্দ্রে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক কাণ্ডারী। আর এই কেন্দ্রে আরএসপির প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল।
বারাসতে তৃণমূলের ভরসা সেই কাকলির ওপরই
বারাসতে ২০০৯ সাল থেকে সাংসদ কাকলি ঘোষদস্তিদার। এবা🐈রও তৃণমূল তাঁকেই টিকিট দিয়েছে এখানে। ওদিকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন মজুমদার। এদিকে ফরওয়ার্ড ব্লক আগে একজনকে প্রার্থী করে পরে তা বদল করেছে। শেষ পর্যন্ত নেতাজির দলের হয়ে এখানে লড়ছেন সঞ্জীব চট্টোপাধ্যায়।
যাদবপুরে কড়া টক্কর
যাদবপুরে এবার বড় ঘাসফুল প্রতীকে প্রার্থী হয়েছন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। ওদিকে সিপিএমের সৃজন ভট্ট🍌াচার্য এই কেন্দ্রে লড়ছেন তাঁর বিরুদ্ধে। অপরদিকে বিজেপি এখানে প্রার্থী করেছে অনির্বাণꩲ গঙ্গোপাধ্যায়কে। এখানে প্রার্থী আছে আইএসএফ-এরও। নাম নূর আলম খান।
দমদমে জমজমাট লড়াই
দমদমে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনবারের সাংসদ স𝐆ৌগত রায়। বিজেপির প্রার্থী হয়েছেন তৃণমূলে থাকা প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্༺ত। ওদিকে সিপিএম এবার এই কেন্দ্রে সুজন চক্রবর্তীকে প্রার্থী করেছে।
কলকাতা দক্ষিণে তিন নারীর লড়াই
কলকাতা দক্ষিণ এবারও মালা রায়কেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। 💞এখানে আবার বিজেপির প্রার্থী রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী। সিপিএম প্রার্থী করেছে সায়রা শাহ হালিমকে।
কলকাতা উত্তরে হেভিওয়েটদের লড়াই
কলকাতা উত্তরে এবার তৃণমূল প্রার্থী করেছে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। তবে সুদীপকে নিয়ে ক্ষোভ আছে তৃণমূলেরই একাংশের মনে। এদিকে ঘাসফুল ছেড়ে ভোটের মুখে দলবদল করা তাপস রায় এই কেন্দ্রের বিজে🐓পি প্রার্থী। এদিকে বাম সমর্থনে কংগ🏅্রেস এখানে প্রার্থী করেছে প্রদীপ ভট্টাচার্যকে।
হটস্পট বসিরহাট
বাংলা সহ গোটা দেশের নজর থাকবে বসিরহাটে। এই বসিরহাট কেন্দ্রে অন্তরಌ্গত সন্দেশখালি গত কয়েক মাস ধরে জাতীয় রাজনীতিতে চর্চার অন্যতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এবার এখানে হাড়োয়ার বিধায়ক হাজি শেখ নুরুল ইসলামকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির চমক সন্দেশখালির প্রতিবাদী মহিলা রেখা পাত্র। এদিকে এককালে সিপিআই-এর শক্ত ঘাঁটিতে এবার প্রার্থী দিয়েছে সিপিএম। তাঁদের হয়ে লড়ছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার।
ডায়মন্ডে হ্যাটট্রিকের সুযোগ অভিষেকের সামনে
২০১৪ থেকে ডায়মন্ড হারবার কেন্দ্র ꦑথেকে নির্বাচিত হয়ে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপা🌳ধ্যায়। এবারে তাঁর সামনে হ্যাটট্রিক করার সুযোগ। তাঁর বিপরীতে বিজেপি দাঁড় করিয়েছে অভিজিৎদাস ওরফে ববিকে।
মথুরাপুরে স্পর্শকাতর বুথ ৪২০টি
মথুরাপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ১৭ হাজার ৬৮ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ৩৩ হাজার ৫⛦৮৫ জন। মহিলা ভোটার ৮ লক্ষ ৮৩ হাজার ৪৫০ জন। মোট বুথ ১ হাজার ৮৯৮টি। স্পর্শকাতর বুথ ৪২০টি।
জয়নগর লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ ৬৮৬টি
জয়নগর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৪৪ হাজার ৭৮০ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ৪১ হাজার ৫০৯ জন।💛 মহিলা ভোটার ৯ লক্ষ ৩ হাজার ১৮৪ জন। মোট বুথ ১ হাজার ৮৭৯টি। স্পর্শকাতর বুথ ৬৮৬টি।
ডায়মন্ড হারবারে স্পর্শকাতর বুথ ১৯৮টি
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৮০ হাজার ৭৭৯ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ৫৪ হাজার ৬৪৭ জন। মহিলা ভোটার ৯ লক্ষ ২৬ হাজার ৬১ জন। মোট বুথ ১ হাজার ৯৬১𝔉টি। স্পর্শকাতর বুথ ১৯৮টি।
যাদবপুর লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ ৩২৩
যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ২০ লক্ষ ৩৩ হাজার ৬২৫ জন। পুরুষ ভোটার ১০ লক্ষ ৬ হা꧋জার ৭৭৭ জন। মহিলা ভোটার ১০ লক্ষ ২৬ হাজার ৬২৮ জন। মোট বুথ ২ হাজার ১২০টি। স্পর্শকাতর বুথের সংখ্যা ৩২৩।
কলকাতা দক্ষিণে স্পর্শকাতর বুথ ১১৭টি
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৪৯ হাজার ৫২০🎃 জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ৪৭ হাজার ৩০২ জন। মহিলা ভোটার ৯ লক্ষ ২ হাজার ১৭৬ জন। মোট বুথ ২ হাজার ৭৮টি। তার মধ্যে স্পর্শকাতর বুথ ১১৭টি।
কলকাতা উত্তরে স্পর্শকাতর বুথ ৬৬টি
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৫ লক্ষ🍰 ৫ হাজার ৩৫৬ 💃জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ১৫ হাজার ৩০৪ জন। মহিলা ভোটার ৬ লক্ষ ৯০ হাজার ১১ জন। মোট বুথ ১ হাজার ৮৬৯টি। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৬৬টি।
বসিরহাট লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ ১০৯৬টি
বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮ লক্ষ ৪ হাজার ২৬১ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ২৩ হাজার ৩৭৫ জন। মহিলা ভোটার💖 ৮ লক্ষ ৮০ হাজার ৮৫২ জন। মোট বুথ ১ হাজার ৮৮২টি। স্পর্শকাতর বুথ ১ হাজার ৯৬টি।
বারাসাত লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ ২৭০
বারাসাত লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৬ লক্ষ ৫ হাজার 𝓀৪০০ জন। পুরুষ ভোটার ৯ লক্ষ ৫৮ হাজার ৮৯২ জন। মহিলা ভোটার ৯ লক্ষ ৪৬ হাজার ৪৪৩ জন। মোট বুথ ১ হাজার ৯৯১। স্পর্শকাতর বুথ ২৭০।
দমদম লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথ ৫৭২
দমদম লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৬ লক্ষ ৯৯ হাজার ৬৫৬ 𝐆জন। পুরুষ ভোটার ৮ লক্ষ ৩৮ হাজার ৯০ জন। মহিলা ভোটার ৮ লক্ষ ৬১ হাজার ৫২১ জন। মোট বুথ ১ হাজার ৭৯২। স্পর্শকাতর বুথ ৫৭২।