বিজেপিকে কর্মীদের ভুয়ো মামলায় গ্রেফতারির অভিযোগ তুলে এক পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের꧋ শেষ দিনের প্রচারে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে জনসভা থেকে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিনের সভা থেকে শাহজাহান ও সওকত মোল্লাকেও আক্রমণ করেন তিনি।
আরও পড়ুন - মহিলাদের ফোন নম্বর জোগাড় করতে সরকারি প্রকল্পে𝓀র ফর্ম ফিল আপ করাচ্ছেন TM𓆏C নেতারা
পড়তে থাকুন - পিসি- ভাইপো যার বাড়িতেই ল🌞ুকিয়ে থাকুক, সওকতকে চুলের মুঠি ধরে জেলে ভরা উচিত CBIএর: শুভেন্দু অধিকারী
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘এরা পারে না এমন ক𓆏োনও কাজ নেই। ঠগী পিসি আর তার চোর ভাইপো সঙ্গে পুলিশ আইপ্যাক পুরো ব্যবস্থাটাকে নষ্ট করেছে বাংলায়। কোথাও ভোট দিতে দেয়নি। বাংলার ১ কোটি মানুষকে ভোট দিতে দেয়নি। সব হিসাব হবে। কালকে রাতে যে ২টো ছেলেকে যে ধরেছে। IOকে বলে গেলাম। আপনি যদি চাকরি করেন আপনাকে সাসপেন্ড করব আর যদি অবসর নেন তাহলে সুযোগ সুবিধা আটকাবো। আমি শুভেন্দু অধিকারী। বলে গেলাম আপনাকে।’
শুধু তাই নয়, কমিশনের গাইডলাইন ভাঙলে পুলিশ আধিকারিকদের অবস্থা 🐷শাহজাহানের থেকেও খারাপ হবে বলে হুঁশিয়ারি দেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘এখানে বাদল মিত্র SDPOর সঙ্গে বসে সেক্টর অফিসে যারা আছে তাদের তালিকা করেছে। আমি আপনাদের বলে গেলাম। কমিশনের গাইডলাইন যদি ভাঙেন আপনাদের অবস্থা শাহজাহানের থেকেও খারাপ হবে।’
এদিন সওকতকে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘শাহজাঁহানকে না কি আ🐻মরা গ্রেফতার করিয়েছি বসিরহাট আসন দখল করার জন্য। এক ব্যাটা ভিতরে বসে শুনছে। আরেক ব্যাটা ব্যাগ গুছাচ্ছে। সওকত মোল🔯্লার নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল।’
আরও পড়ুন - বিরাট ভূমিকম্প আসবে, ৪ জুনের পর সব পরিবারবাಞদী পার্টি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে: নরেন্দ্র মোদী
শনিবার শেষ দফায় বসিরহাট কেন্দ্রে ভোটগ্রহণ। এই কেন্দ্রেরই অন্তর্গত সন্দেশখালি বিধানসভা কেন্দ্র। সন্দেশখালির প্রতিবাদী বধূ রেখা পাত্রকেই এবার🌃 লোকসভা ভোটে প্রার্থী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।