আগামী বছর লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট জিতবে। ২০২৪ সালে ক্ষমতায় ফিরে হ্যাটট্রিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই। দিনকয়েক আগে এনসিপির সুপ্রিমো শরদ পাওয়ার নাকি তা স্বীকার করে নিয়েছেন বলে দাবি করলেন এনসিপি নেতা ছগন ভূজবল। যিনি রবিবার দুপুরে শরদের ভাইপো অজিতের সঙ্গে মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা জোটে যোগ দিয়েছেন। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, দিনকয়েক আগেই পাটনায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সভাꦡপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, শরদের মতো নেতানেত্রীদের উপস্থিতিতে বিরোধী দলগুলির বৈঠক হলেও তাঁদের মধ্যে কোনও ঐক্য নেই। পুরোটাই ফাঁপা বলে দাবি করেছে🎐ন এনসিপি নেতা।
একইভাবে বিরোধী জোটকে আক্রমণ শানিয়েছেন অজিত। কাকা শরদকে ঘোল খাইয়ে রবিবার দুপুরে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে༒ শপথগ্রহণের পর সাংবাদিক বৈঠকে অজিত দাবি করেন, ‘বিরোধী দলগুলি একসঙ্গে লড়াইয়ের চেষ্টা করছে এবং বৈঠক করছে। কিন্তু প্রতিটি রাজ্যে তাদের প্রত্যেকে আলাদা-আলাদা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। ওই বৈঠকে কাজের কাজ কিছু হয়নি। ওই বৈঠকের নিটফল শূন্য হয়েছে।’ সঙ্গে তিনি বলেন, 'স্বাধীনতার পর থেকে শুধুমাত্র একজনের নেতৃত্বেই দেশ এগিয়ে চলেছে। ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে একাধিক দল জোট করেছিল। কিন্তু সেটা কাজে দেয়নি।'
আরও পড়ুন: Ajit Pꦜawar: মোড় ঘুরল মারাঠা রাজনীতির, BJP-র সঙ্গে হাত মিল♕িয়ে মন্ত্রী হতে পারেন অজিত পাওয়ার
সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করেন অজিত। তিনি দাবি করেনౠ, সেই উন্নয়ন যজ্ঞে সামিল হতেই মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনার জোটের সঙ্গে হাত মিলিয়েছেন। নিজেরাও দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। অজিতের কথায়, ‘ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। আমি তাতে সামিল হচ্ছি। বিরোধীরা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। কিন্তু মারাত্মক অন্তর্দ্বন্দ্ব চলছে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘১৯৮৪ সাল থেকে কোনও নেতা একাহাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। গত নয় বছর ধরে সেটাই করছেন প্রধানমন্ত্রী🐼 মোদী। বিদেশে উনি অত্যন্ত জনপ্রিয়। অন্যতম দক্ষ নেতা হিসেবে বিবেচিত হন।’
এনসিপির নাম ও প্রতীকে নিজের অধিকার দাবি অজিতের
অজিত দাবি করেন, কয়েকজন বিধায়কের সঙ্গে এনসিপি ভেঙে যে বিজ꧑েপি-শিবসেনা জোটে যোগ দিয়েছেন, সেটা নয়। বরং এনসিপির প্রতিনিধি হিসেবেই তাঁর শাসক জোট যোগ দিয়েছেন। কারণ এনসিপির অধিকাংশ বিধায়কই তাঁকে সমর্থন করছেন। এনসিপির প্রতীকেই ভোটে লড়াই করবেন তাঁরা। অজিতের কথায়, ‘এনসিপির অধিকংশ বিধায়ক আমার সঙ্গে আছেন।’