বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Meghalaya Government Formation: মুকুল সাংমার দাবির পরই খেলা ঘুরল মেঘালয়ে, কনরাডের থেকে সমর্থন প্রত্যাহার HSPDP-র
গতকালই তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা দাবি করেছিলেন যে এনপিপি-বিজেপি জোটের সরকার গঠন ঠেকানোর জন্য একজোট হচ্ছে সকল বিরোধী দলগুলি। তবে সেই দাবিকে অগ্রাহ্য করেই মেঘালয়ের রাজ্যপালের কাছে গিয়ে ৩২ বিধায়কের সমর্থন পত্র দিয়ে এসেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। সেই ৩২ বিধায়কের মধ্যে ছিল দুই হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি। তবে এবার হিল স্টেট পিপলস ডেমোক্র্যাটিক পার্টি দাবি করল যে কনরাড সাংমাকে সমর্থন দেওয়ার জন্য বিধায়কদের কোনও অনুমতি দেওয়া হয়নি দলের তরফে। এই পরিস্থিতিতে মেঘালয়ে সরকার গঠন করতে গিয়ে 'হোঁচট' খেলেন কনরাড। (আরও পড়ুন: 'ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে সরকার', হকের ডিএ না পেয়ে বিস্ফোরক সরকার𒀰ি কর্মী)