'উত্তরপূর্ব এখন দিল (মন) ও দিল্লির খুবই কাছে।' ত্রিপুরা, নাগাল্যান্ডে বিজেপি জোটের বিপুল জয় এবং মেঘালয়ে সরকারে থাকতে পেরে এমনই মন্তব্য করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আজ বলেন, 'উত্তর-পূর্বের লোকেরা বুঝতে পেরেছে যে তাদের উপেক্ষা করা হয় না। বিজেপি শাসনে তাদের সমান গুরুত্ব দেওয়া হয়। আমি খুশি যে আমরা তাদের হৃদয়ে জায়গা পেয়েছি।' এদিকে খ্রিষ্ঠান বিরোধী ভাবমূর্তি প্রসঙ্গে বিজেপি বলেন, 'সংখ্যালঘুদের কয়েক বছর ধরে বিজেপি সম্পর্কে ভয় দেখানো হচ্ছিল। কিন্তু নাগরিকরা আসল ঘটনা ধরে ফেলেছেন। কংগ্রেস উত্তরপূর্ব রাজ্যগুলিকে উপেক্ষা করেছিল। কারণ ওরা ভেবেছিল ছোট রাজ্যগুলি গুরুত্বপূর্ণ নয়। বিজেপি সবাইকে সমান গুরুত্ব দেয়।' (আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়𝔉ে জটিলতা চরমে, এবার কি ডিএ দিতে বাধ্য🍎 হবে সরকার?)
মোদীর কথায়, 'দেশকে নতুন রাজনীতি দিয়েছি আমরা, নয়া রাজনৈতিক ঘরানা দিয়েছি। নতুন বিকাশ মডেল দিয়েছি। আমাদের কাজের ধরনে কোনও ভেদাভেদ নেই।' প্রধানমন্ত্রী আরও বলেন, 'প্রাক-বিজেপিকালে দেশ মহিলাদের জন্য নিরাপদ ছিল না। বিজেপি এসে চিত্রটা বদলে দিয়েছে। কিছু লোক বলেছে, মর যা মোদী, মর যা মোদী (মোদী মরে যাও)। কিন্তু দেশ বলছে মত যা মোদী (মোদী যাবেন না)। যাকে দেশ রাখে, তাঁকে বিরোধীরা কী করবে।' বিজেপির উন্নয় মডেল নিয়ে মোদী বলেন,ꦚ 'আগে সমস্যার দিকে দেখা হত না। হাত দেওয়া হত না সমস্যায়। আমরা সাধারণ মানুষের কথা ভেবে কাজ করি। এখনও পরিশ্রম করছি।'
উল্লেখ্য, গতকালের প্রকাশিত ফলে দেখা গিয়েছে, মেঘালয়ে মাত্র ২টি আসন জেতে বিজেপি। তবে সেই রাজ্যে বিজেপি পায় ৯.৩ শতাংশ ভোট। এনপিপির বিরুদ্ধে ভোটে লড়লেও এখন সেই কনরাড সাংমার হাত ধরেই ফের একবার সরকার গঠনের প্রস্তুতি করছে বিজেপি। এদিকে মাত্র ৩৯ শতাংশ ভোট পেয়েই ত্রিপুরা দখল করল বিজেপি। ত্রিপুরায় বিজেপি ৩২টি আসনে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এদিকে তাদের জোটসঙ্গী আইপিএফটি জিতেছে মাত্র একটি আসনে। তবে ম্যাজিক ফিগার ৩১-এর দুটি আসন ওপরে থেকে এখানে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে গেরুয়া ♋শিবির। অপরদিকে নাগাল্যান্ডে বিজেপির জোট সঙ্গী এনডিপিপি ২৩টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে ১২টি আসনে। এখানেও বিজেপি জোটে থেকে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে।