দুর্দমনীয় গতিতে পঞ্জাবের বুকে এগিয়ে চলেছে আম আদমি পার্টি। বুথ ফেরত সমীক্ষায় আগেই উঠে এসেছিল এই ফলাফলের সম্ভাবনা। সেই ফর্মুলাকে কার্যত বাস্তব রূপ দিয়ে পঞ্জাবের বুকে এবার ইতিহাস গড়ার পথে আম আদমি পার্টি। দিল্লির পর এবার অরবিন্দ কেজরিওয়ালের দল এবার পঞ্জাবভূমেও সরকার গড়ার পথে। উল্লেখ্য, ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় ম্যাজিক ফিগার ৫৯। আর ইতিমধ্যেই তা পার করে গিয়েছে আপ।
আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মানের বাসভবনে সকাল থেকেই উৎসবের মেজাজ। ফুল দিয়ে সাজানো হয়েছে গোটা বাড়ি। বাড়িতে ভোর রাত থেকে শুরু হ🌳য়ে গিয়েছে মিষ্টি বানানোর প্রক্রিয়া। এদিকে, যতই এগিয়েছে কারিগরের হাতের মিষ্টি বানানোর পাক,ꦆ ততই ভোট গণনায় এগিয়ে গিয়েছে আপের দৌড়। পঞ্জাবের বুকে একাধিক হেভিওয়েট প্রার্থীকে মাত দিয়ে এগিয়ে চলেছেন আম আদমি পার্টির প্রার্থীরা। সেখানে পাতিয়ালায় লোক কংগ্রেসের প্রতিষ্ঠাতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংকে মাত দিয়েছেন আম আদমি পার্টির অজিত পাল। এদিকে, ১১৭ আসনের পঞ্জাবে কয়েক রাউন্ড ভোট গণনার পর আম আদমি পার্টি ৮৮ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ১৩ টিতে। অকালি দল ১০ টিতে। অন্যদিকে, কংগ্রেসে কার্যত ফ্লপ শো দেখা গিয়েছে পঞ্জাবে। মসনদে থাকা কংগ্রেসের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি বাহাদৌর ও চমকোর সাহিবে পিছিয়ে রয়েছেন।
চণ্ডীগড়ে নগরনিগমের ভোটের প♐রই আম আদমি পার্টির পর্যবেক্ষক রাঘব চঢ্ঢা বলেছিলেন, 'পিকচার অভি বাকি হ্যায়', আর তা যে পঞ্জাবের বুকে 'বাকি' রয়েছে তার ইঙ্গিত তিনি দিয়েছিলেন। এরপরই পঞ্জাবে ভোটে কার্যত কংগ্রেস বনাম আপের কাঁটে কি টক্কর হয়েছে। আর তাতে শেষ হাসি হাসার পথে এককালের কৌতূক অভিনেতা ভগবন্ত মান। আম আদমি পার্টির এই নেতাই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিবেচিত হন।
উল্লেখ্য, পঞ্জাবে ২০২২ সালের ভোটের ফলাফল যেদিকে যাচ্ছে , তাতে দেখা যাচ্ছে, ২০২৪ লোকসভার আগে কার্যত দুটি রাজ্যে দখল পোক্ত করতে চলেছে অরবিন্দ কে♑জরিওয়ালের দল। বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির শক্তি বৃদ্ধিতে তা কার্যত বড় ভূমিকা পালন করতে পারে। ২০১৭ সালের ভোটে দেখা গিয়েছিল, কংগ্রেস ৭৭ টি আসন ও আপ পেয়েছিল ২০ আসন। সেখান থেকে আপের উত্থান ও কংগ্রেসের পতন ২০২৪ সালের লোকস💦ভা ভোটের আগে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।