বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Rahul Gandhi attacks TMC in Meghalaya: 'বাংলার হিংসার বিষয়ে সবাই জানেন', মেঘালয়ে 'তৃণমূলের ঐতিহ্য' নিয়ে খোঁচা রাহুলের
জমে উঠল মেঘালয় নির্বাচন শেষ ল্যাপের প্রচার। যে কংগ্রেস ভাঙিয়ে মেঘালয়ে শক্তিশালী হয়েছে কংগ্রেস, সেই মেঘালয়তে গিয়েই তৃণমূল কংগ্রেসের 'আসল রূপ' তুলে ধরলেন রাহুল গান্ধী। পশ্চিমবঙ্গের উদাহরণ তুলে ধরে মেঘালয়বাসীকে তৃণমূলের থেকে 'সাবধান' করে দিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। আজ মেঘালয়তে গিয়ে এক জনসভায় রাহুল গান্ধী বলেন, 'আপনারা তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানেন। আপনারা জানেন যে বাংলায় কী ধরনের সহিংসতা হয়...আপনারা তাদের ঐতিহ্য সম্পর্কে জানেন। তারা গোয়ায় গিয়েছিলেন এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন। কারণ তাদের উদ্দেশ্য ছিল বিজেপিকে সাহায্য করতে হবে। মেঘালতেও তৃণমূলের উদ্দেশ্য, বিজেপি যাতে ক্ষমতায় আসে, তা নিশ্চিত করা।' (আরও পড়ুন: 🍎'সরকারি কর্মীরা ভালো থাকলে...', ডিএ আন্দোলনের মাঝেই বড় বার্তা 📖মমতার)