অꦬরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ অরুণাচল প্রদেশ। এই রাজ্য উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। আবার বিজেপির পক্ষে রায় দেওয়ার জন্য আমার কৃতজ্ঞতা জানাচ্ছি তাঁদের প্রতি। আমাদের দল আরও নতুন উৎসাহ নিয়ে রাজ্যের উন্নতিতে কাজ করে যাবে।’ লিখেছেন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী।
লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগেই প্রকাশিত হয়েছে অরুণাচল প্রদেশের বিধানসভা ভো♋টের ফলাফল। আর সেই ফলাফলেও দেখা যাচ্ছে বিরাট জয় পেয়েছে✨ বিজেপি। কার্যত গেরুয়া সুনামি অরুণাচল প্রদেশে।
৬০ বিধানসভার মধ্য়ে ৫০টি আসনে ফলাফল প্রকাশিꦫত হয়েছে। আগেই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ৬০ সদস্য বিশিষ্ট অরুণাচল বিধানসভায় ৩৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তারাই সংখ্য়াগরিষ্ঠতা পাচছে।এর আগে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি। অর্থাৎ সব মিলিয়ে বিজেপি ৪৬টি আসনে জয়ী হয়েছে। তার মধ্য়ে অরুণাচলের মুখ্য়মন্ত্রী পেমা খান্ডু ছিলেন অন্যতম। ꦫউত্তরপূর্বের এই রাজ্যে ফের উঠল গেরুয়া সূর্য।
এর আগে উপমুখ্য়মন্ত্রী ꦐচাওনা মেইনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। অরুণাচল প্রদেশে জেতার জন্য আসন সংখ্যা দরকার ৩১টি। সেক্ষেত্রে বিজেপি সেই ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছে। তাদের আর নতুন করে অন্য কারোর সঙ্গে জোট করতে হবে না। এদিকে এই বিজয়ের পরে দেখা যায় যে ইটানগ🌜রে বিজেপি অফিসের বাইরে উল্লাসে মেতেছেন বিজেপির নেতা কর্মীরা। গেরুয়া আবির খেলছেন তারা। বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে বড় উল্লাস গেরুয়া শিবিরে।