বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Tripura Election 2023 Result Full Winners List: ত্রিপুরায় কোন আসনে কোন প্রার্থী জিতল? জয়ের ব্যবধান কত? দেখুন তালিকা
একক সংখ্যাগরিষ্ঠ𝄹তা নিয়ে ত্রিপুরায় ক্ষমতায় এল বিজেপি। যে রাজ্যে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যꦕা ৬০। অর্থাৎ ম্যাজিক ফিগার হল ৩১। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি ৩২ টি আসনে জিতেছে। বাম-কংগ্রেস জোটের ঝুলিতে ১৪ টি আসন গিয়েছে। ইন্ডিজেনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা একটি আসনে জিতেছে। তিপ্রা মোথা পার্টির প্রার্থীরা শেষ হাসি হেসেছেন ১৩ আসনে।
ত্রিপুরার জয়ীদের তালিকা এবং জয়ের ব্যবধান
- আগরতলা: ৮,১৬২ ভোটে জয়ী কংগ্রেসের সুদীপ রায় বর্মণ। দ্বিতীয় হয়েছেন বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত।
- অমরপুর: জয়ী বিজেপির রঞ্জিত দাস। সিপিআইএম প্রার্থী পরিমল দেবনাথ দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৪,৫৯৫।
- আমবাসা: জয়ী তিপ্রা মোথা পার্টির চিত্তরঞ্জন দেববর্মা। বিজেপি প্রার্থী সুচিত্রা দেববর্মা দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৪৯৩।
- আমপিনগর: জয়ী তিপ্রা মোথা পার্টির পাথান লাল জামাতিয়া। বিজেপি প্রার্থী পাতাল কন্যা জামাতিয়া দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ১২,১৮৬।
- আশারামবাড়ি: জয়ী তিপ্রা মোথা পার্টির অনিমেষ দেববর্মা। আইপিএফটি প্রার্থী জয়ন্তী দেববর্মা দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ১৮,৩২৮।
- বাধারঘাট: জয়ী বিজেপির মীনারানি সরকার। বাম প্রার্থী পার্থরঞ্জন সরকার দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ১,২৮৯।
- বাগবাসা: জয়ী বিজেপির যাদবলাল দেবনাথ। সিপিআইএম প্রার্থী বিজিতা নাথ দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ১,৪৬১।
- বাগমা: জয়ী বিজেপির রামপদ জামাতিয়া। তিপ্রা মোথা পার্টির প্রার্থী পূর্ণচন্দ্র জামাতিয়া দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ২,০৮৩।
- বামুটিয়া: জয়ী সিপিআইএম প্রার্থী নয়ন সরকার। বিজেপির প্রার্থী কৃষ্ণনন্দন দাস দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ২,০২৬।
- বনমালীপুর: জয়ী কংগ্রেস প্রার্থী গোপালচন্দ্র দে। বিজেপির প্রার্থী রাজীব ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ১,৩৬৯।
- বারজালা: জয়ী সিপিআইএম প্রার্থী সুদীপ সরকার। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির দিলীপকুমার দাস। জয়ের ব্যবধান ১,৭৮৯।
- বেলোনিয়া: জয়ী সিপিআইএম প্রার্থী দীপঙ্কর সেন। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির গৌতম সরকার। জয়ের ব্যবধান ৪০৩।
- বিশালগড়: জয়ী বিজেপি প্রার্থী সুশান্ত দেব। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের পার্থপ্রতিম মজুমদার। জয়ের ব্যবধান ১,৩২৬।
- বক্সানগর: জয়ী সিপিআইএম প্রার্থী সামসুল হক। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির তাফাজ্জল হোসেন। জয়ের ব্যবধান ৪,৮৪৯।
- চণ্ডীপুর: জয়ী বিজেপি প্রার্থী টিঙ্কু রায়। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের কৃষ্ণেন্দু চৌধুরী। জয়ের ব্যবধান ৫৭৭।
- চড়িলাম: জয়ী তিপ্রা মোথা পার্টির প্রার্থী সুবোধ দেববর্মা। দ্বিতীয় স্থানে আছেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা। জয়ের ব্যবধান ৮৫৮।
- চাউমাঁউ: জয়ী বিজেপি প্রার্থী শম্ভুলাল চাকমা। দ্বিতীয় স্থানে আছেন তিপ্রা মোথা পার্টির হংস কুমার। জয়ের ব্যবধান ২,৮৯৯।
- ধানপুর: জয়ী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। সিপিআইএমের প্রার্থী কৌশিক চন্দ দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৩,৫০০।
- ধর্মনগর: জয়ী বিজেপি প্রার্থী শম্ভুলাল বিশ্ববন্ধু সেন। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেসের চয়ন ভট্টাচার্য। জয়ের ব্যবধান ১,০৯৮।
- ফটিকরয়: জয়ী বিজেপি প্রার্থী শম্ভুলাল সুধাংশু দাস। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের সুব্রত দাস। জয়ের ব্যবধান ৫,১১২।
- গোলাঘাটি: জয়ী তিপ্রা মোথা পার্টির প্রার্থী শম্ভুলাল মানব দেববর্মা। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির হিমানি দেববর্মা। জয়ের ব্যবধান ৯,১৯৮।
- হৃষ্যমুখ: জয়ী সিপিআইএমের প্রার্থী শম্ভুলাল অশোক মিত্র। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির দীপায়ন চৌধুরী। জয়ের ব্যবধান ১,৪১৮।
- জোলাইবাড়ি: জয়ী আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াটিয়া। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের দেবেন্দ্র ত্রিপুরা। জয়ের ব্যবধান ৩৭৫।
- যুবরাজনগর: জয়ী সিপিআইএম প্রার্থী শৈলেন্দ্রচন্দ্র নাথ। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির মলিনা দেবনাথ। জয়ের ব্যবধান ২৯৬।
- কদমতলা-কুর্তি: জয়ী সিপিআইএম প্রার্থী ইসলাম উদ্দিন। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির দিলীপ তাঁতি। জয়ের ব্যবধান ১,৮৯২।
- কৈলাসশহর: জয়ী কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির মোবোশর আলি। জয়ের ব্যবধান ৯,৬৮৬।
- কাকরাবান-শালাগাড়া: জয়ী বিজেপি প্রার্থী জিতেন্দ্র মজুমদার। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের রতনকুমার ভৌমিক। জয়ের ব্যবধান ৫,০৫১।
- কল্যাণপুর-প্রমোদনগর: জয়ী বিজেপি প্রার্থী পিঙ্কি দাস চৌধুরী। দ্বিতীয় স্থানে আছেন তিপ্রা মোথা পার্টির মণিহর দেববর্মা। জয়ের ব্যবধান ৬,৬১৩।
- কমলসাগর: জয়ী বিজেপি প্রার্থী অন্তরা সরকার দেব। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের হিরন্ময় নারায়ণ দেবনাথ। জয়ের ব্যবধান ১,৭৪৪।
- কমলপুর: জয়ী বিজেপি প্রার্থী মনোজকান্তি দেব। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেসের রুবি ঘোষ। জয়ের ব্যবধান ৫,২৬০।
- মোহনপুর: জয়ী বিজেপি প্রার্থী রতনলান নাথ। দ্বিতীয় স্থানে আছেন তিপ্রা মোথা পার্টির তাপস দে। জয়ের ব্যবধান ৭,৩৮৫।
- নলচর: জয়ী বিজেপি প্রার্থী কিশোর বর্মণ। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের তপন দাস। জয়ের ব্যবধান ২,৩৮৪।
- পাবিয়াছাড়া: জয়ী বিজেপি প্রার্থী ভগবানচন্দ্র দাস। দ্বিতীয় স্থানে আছেন কংগ্রেসের সত্যবান দাস। জয়ের ব্যবধান ৪০৮।
- পানিসাগর: জয়ী বিজেপি প্রার্থী বিনয়ভূষণ দাস। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের শীতল দাস। জয়ের ব্যবধান ২,৪৯৮।
- পেঁচারথল: জয়ী বিজেপি প্রার্থী সান্ত্বনা চাকমা। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের সাধনকুমার চাকমা। জয়ের ব্যবধান ৭,৯৭৩।
- প্রতাপগড়: জয়ী সিপিআইএমের প্রার্থী রামু দাস। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির রেবতী মোহন দাস। জয়ের ব্যবধান ২,০৮৬।
- রাধাকিশোরপুর: জয়ী বিজেপির প্রার্থী প্রাণজিৎ সিনহা রায়। দ্বিতীয় স্থানে আছেন আরএসপির শ্রীকান্ত দত্ত। জয়ের ব্যবধান ৭,৪১৪।
- রাইমা ভ্যালি: জয়ী তিপ্রা মোথা পার্টির নন্দিতা দেববর্মা (রেয়াঙ্গ)। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির বিকাশ চাকমা। জয়ী ৩,৪৪২ ভোটে।
- রাজনগর: জয়ী বিজেপির স্বপ্না মজুমদার। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের সুধন দাস। জয়ী ১,৩৩৫ ভোটে।
- রামচন্দ্রঘাট: জয়ী তিপ্রা মোথা পার্টির রঞ্জিত দেববর্মা। দ্বিতীয় স্থানে আছেন সিপিআইএমের রঞ্জিত দেববর্মা। জয়ী ১৬,২০২ ভোটে।
- রামনগর: জয়ী বিজেপি প্রার্থী সুরজিৎ দত্ত। নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মণ দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৮৯৭।
- সাব্রুম: জয়ী সিপিআইএম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। বিজেপি প্রার্থী শংকর রায় দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৩৯৬।
- শান্তিরবাজার: জয়ী বিজেপির প্রার্থী প্রমোদ রেয়াঙ্গ। তিপ্রা মোথা পার্টির প্রার্থী হরেন্দ্র রেয়াঙ্গ দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ৪,০৯৪।
- সিমনা: জয়ী তিপ্রা মোথা পার্টির প্রার্থী বৃষকেতু দেববর্মা। সিপিআইএম প্রার্থী কুমোদ দেববর্মা দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ১৬,৯৪৬।
- সোনামুড়া: জয়ী সিপিআইএম প্রার্থী শ্যামল চক্রবর্তী। বিজেপি প্রার্থী দেবব্রত ভট্টাচার্য দ্বিতীয় হয়েছেন। জয়ের ব্যবধান ২,৪১৫।
)