মোটের উপর শান্তিপূর্ণভাবেই মি🔥টল উত্তরপ্রদেশের চতুর্থ দফার ভোট। বিকেল পাঁচটা পর্যন্ত ৫৭.৪৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে লখিমপু🤡র খেরিতে (৬২.৪৫ শতাংশ)। সবথেকে কম ভোট পড়েছে উন্নাওয়ে (৫৪.১২ শতাংশ)।
লখিমপুরে ভোটের হার সর্বাধিক - শান্তিতে মিটল উত্তরপ্রদেশের চতুর্থ দফার নির্বাচন
মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটল উত্তরপ্রদেশের চতুর্থ দফার ভোট। বিকেল পাঁচটা পর্যন্ত ৫৭.৪৫ শতাংশ ভোট পড়েছে। সবথেকে বেশি ভোট পড়েছে লখিমপুর খেরি🅷তে (৬২.৪৫ শতাংশ)। সবথেকে কম ভোট পড়েছে উন্নাওয়ে (৫৪.১২ শতাংশ)।
দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়ল প্রায় ৫০%
দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৪৯.৮৯ শতাংশ।
সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়ল ২২.৬২%
সকাল ১১ টা পর্যন্ত উত্তরপ✅্রদেশে পড়েছে ২২.৬২ শতাংশ ভোট।
লখনউয়ে ভোটদান রাজনাথের
লখনউ: ভোট দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিজেপির আসন সংখ্যা আরও বাড়বে, আত্মবিশ্বাসী রাজনাথ
লখনউয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং: বিজেপি যে শুধু ইতিহাস তৈরি করবে, তা নয়। বরং আমাদের আসন সংখ্যা যে বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেℱই।
‘সপায় অখুশি মুসলিমরা’, ভোটের সকালেই BJP-র 'সুবিধা' করলেন মায়াবতী
ম♛ায়াবতী: সমাজবাদী পার্টিকে নিয়ে খুশি নন মুসমিলরা। তাঁরা সপাকে ভোট দেবেন না। ভোটের আগেই উত্তরপ্রদেশের মানুষ সপাকে বাতিল করে দিয়েছে। সপার অর্থ হল গুন্ডা রাজ, মাফিয়া রাজ। সপা সরকারের সময় দাঙ্গা হয়েছে। সপা নেতাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তাঁরা ক্꧂ষমতায় আসছেন না।
ভোটে লড়ছেন উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মা
চতুর্থ দফা♓র ভোটে মোট ৬২৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে। এই দফার ভোটে লড়ছেন উন্নাও ধর্ষণকাণ্ডে নির্যাতিতার মা। ভাগ্য নির্ধারিত হবে একাধিক মন্ত্রীরও।
লখিমপুর খেরিতে অ্যাসিড টেস্টের মুখে বিজেপি
ভোটের জন্য লখিমপুর খেরিতে বহুস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। যেখানে বিজেপির বিদায়ী বিধায়ক যোগেশ বর্মাকে অ্যাসিড টেস্টের মুখে পড়তে হচ্ছে। টক্কর দিছে সপা, বিএসপি। যে এলাকার ভোট ঘিরে যথেষ্ট চাপে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রꦬকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্র টেনি।
সকাল-সকাল ভোটদান মায়াবতীর
লখনউ: মিউনিসপাল নার্সারি স্কুল ভোট দജিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।
শুরু হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ
শুরু হল উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ। রাজধানী এবং কংগ্রেসের ঘাঁটি-সহ ন'টি জেলার ৫৯ টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। লখিমপুর খেরি, পিলভিট, লখনউ, রা൲য়বরেলি, বান্দা, ফতেহপুর, উন্নাও এবং হরদোই জেলায় ভোট হবে। বান্দা এবং পিলভিট ছাড়া পুরোটাই আওয়াধ অঞ্চলের মধ্যে পড়ে।