আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। জনসমক্ষে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে। একুশের বিধানসভা নির্বাচনে প্রাক্কালে শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ঠিক𝔉 এই চরম মুহূর্তে বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় ভোটে না দাঁড়িয়ে দলের প্রচার করার ইচ্ছা প্রকাশ করলেন বিধানসভায় তৃণমূলের উপ-মুখ্য সচেতক সমীর চক্রবর্তী। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
আচমকাই সমীরবাবু নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমি দলনেত্রীকে জানিয়েছি, দলের হয়ে প্রচা𒊎র করব, কিন্তু প্রার্থী হতে চাই না।’ তাঁর এই ঘোষণার পরেই জোর বিতর্ক শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। তিনি বলেন, ‘সবাই যদি প্রার্থী হয়ে যান, তাহলে প্রচার কে করবেন? বিজেপি গোটা ভারতের নেতাদের এখানে এনে প্রচার করছে। এখানে একা মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টানবেন? প্রচারের ভার আমাদের কারও কারও কাঁধে আসা উচিত। সেই দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত। সেজন্য আমি স্বেচ্ছায়༺ প্রচারের দায়িত্ব নিতে চাই।’
পয়া' শুক্রবারে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।আংশিক নয়, একেবারে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় প্রকাশ করা হবে। গতবার শুক্রবারই (৪ মার্চ) প্রার্থী তালিকা প্রকাশ করেছিল তৃণমূল। মমতা বরাবরই সন্তোষী মা'র পুজো করেন। সেজন্য শুক্রবারকে ‘পয়া’ দিন হিসেবে মনে করেন। সেই প্রথা মেনে এবারও শুক্রবার প্রার্থীদের নাম ঘোষণা করতে চলেছেন মমতা। গতবার সেই 'পয়া' দিনে প্রার্থী তালিকা ঘোষণা করে বিধানসভা ভোটে ব্যাপক সাফল্য পেয༒়েছিল তৃণমূল। একা লড়াই করে তৃণমূলের আসন সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছিল। একাধিক জনমত সমীক্ষা অনুযায়ী, লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকলেও এবার তৃণমূলের চ্যালেঞ্জটা অবশ্য বেশি কঠিন।