বঙ্গে ভোট। ফের সামনে এসেছে চিটফাণ্ড ইস্যু। জমে উঠেছে বাগযুদ্ধ।সোমবারই চুঁচুড়ার সভা থেকে একেবারে নাম করে বিজেপি সাংসদ তথা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে নিশানা করে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তৃণমূল নেত্রীর কটাক্ষ, 'লকেটকে নিয়ে আর নতুন ক🎃ী বলব? ও তো রোজভ্যালির গলার লকেট হয়ে ঘুরে বেড়ায়।' এবার তারই পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন লকেট চট্টোপাধ্যায়। সংবাদ মাধ্যমের সামনে চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি ‘হিম্মত থাকলে প্রমাণ করুন। না হলে মামলা করুন। হারের ভয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে্ন। উনি জানেন নন্দীগ্রামে হারবেন।'
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের ভোটে সারদা. নারদা, রোজভ্যালি সহ চিটফাণ্ড ইস্যুতে তৃণমূলকে মাঠে ময়দানে একেবারে নাস্তানাবুদ করছে বিজেপি। বিজেপি নেতৃত্বের কথায় কথায় উঠে আসছে চিটফাণ্ড কেলেঙ্কারিতে তৃণমূলের একাধিক নেতার জড়িয়ে থাকার অভিযোগ। খোদ লকেট চট্টোপাধ্যায়ও এনিয়ে বার বার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন। ভোটবাজারে এতে অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে। তবে কি সেই অস্বস্তি এড়াতেই এদিন চিটফাণ্ড ইস্যু টেনে বিজেপি প্রার্থীকে কাঠগড়ায় তোলার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী? চুঁচুড়ার সভা থেকেই মমতা তোপ দাগেন,’ আমি তো ওদের কীর্তিকলাপ সব জানি। আমাদের দলকে সারদা, নারদা বলে। সারদা নারদার কোলের বাচ্চা তো ওরা। লকেটকে নিয়ে আর নতুন করে কী বলব। ও তো রোজভ্যালির গলার লকেট হয়ে ঘুরে বেড়ায়।’ চন্দননগরের সভা থেকেও সেই লকেট চট্টোপাধ্যায়ের নাম করে তোপ দ💧াগেন অভিষেক ব𓂃ন্দ্যোপাধ্যায়ও। অভিষেক বলেন, ‘নাম করেই বলছি। দিল্লির নেতাদের সঙ্গে চাটুকারিতা করে কীভাবে নম্বর বাড়ানো যায় সেটাই তিনি করেন’। তবে তৃণমূলের এই সংঘবদ্ধ আক্রমণের পালটা দিয়েছেন লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর সাফ কথা, হিম্মত থাকলে প্রমাণ করুন। মামলা করুন। তবে আমজনতার একটাই প্রশ্ন চিটফাণ্ডের প্রতারিতরা আজও টাকা ফেরত পাননি। সেই টাকা ফেরতের ব্যবস্থা করবে কারা?