বৃহস্পতিবারই প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষ দিন। আর তাই প্রচারে ঝড় তুলতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। বিজেপিকে কাঠগড়ায় তুলে বিগত ১০ বছরের উন্নয়নের খতিয়ান🔯 তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। তিনি🍌 বলেন, ‘আমফান, বুলবুলের তাণ্ডবে বিজেপি আপনাদের পাশে ছিল না। আমরা আমফানে ১৯ লাখ মানুষকে বাঁচিয়েছি। নবান্নে বসে সারা রাত জেগে পাহারা দিয়েছি। দুর্গত মানুষদের পাশে থেকেছি। কোনও কার্পণ্য করিনি। আমি বিজেপির মতো ধান্দাবাজ নই। ওরা তো রেল বিক্রি করেছে, কোল বিক্রি করেছে। আমফানের এক টাকাও দেয়নি কেন? মোদী জবাব দিক। আমি জেলাশাসকদের বলে দিয়েছি। কেউ যদি আমফানের টাকা থেকে বঞ্চিত হয় আমি সেই টাকা পাওয়ার ব্যবস্থা করে দেবো কথা দিচ্ছি।’
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মো🔯দীকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি চোর? আমি ডাকাত? আমি খুনি? আমি মানুষকে জীবন দিয়ে ভালোবাসি। তুমি চোরেদের রাজা। বিজেপি ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল, কে পেয়েছে! আগামী দিনে বিনে পয়সায় চাল দেওয়ার সিস্টেম করব। আপনাদের রেশন দোকানে যেতে হবে না। স্বাস্থ্যসাথী কার্ডটাও পাওয়া যাবে বাড়িত▨ে বসে।’
পাথরপ্রতিমায় মমতার আশ্বাস, সেল্ফ হেল্প গ্রুপে ৫ হাজার টাকা করে পাবে। আরও ১০ লক্ষ মেয়ে নেব। তাদের ২৫ হাজার কোটি ঋণ দেব। তাঁরা যাতে নিজের পায়ে দাঁড়ায়। মাত্র ২ শতাংশ সুদের হারে ৩০ শতাংশ ভর্তুকি দেব। বিধবাদের জন্য ভাতা দেব। ১৮ বছরের পর যে কোনও বিধবাকে ১ হাজার টাকা করে ভাতা। মৎস্যজীবীদের মৃত্যু হলেও ক্ষতিপূরণ। এছাড়া বাড়ির মহিলাদের ৫০০ টাকা করে হাতখরচ। এসসি, এসটি মহিলাদের জন্য ১০০০ টাকা হাতখরচ দ🧔েওয়া হবে।