শিলিগুড়িতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ সিলিন্ডার মিছিল করেন তিনি। ত🌼ারপরই শিলিগুড়িতে বক্তব্য রাখতে শুরু করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘শুধু বড় বড় কথা বলে। প্রধানমন্ত্রী বাংলায় প্রচার করার আগে জবাব দিন, কেন রান্নার গ্যাসের দাম এত বেড়েছে? কেন তেলের দাম বাড়ছে? কেন ৮৫০ টাকায় গ্যাস কিনতে হচ্ছে? আপনার দাম কত টাকা? কবে আপনি বিনামূল্যে গ্যাস দেবেন।’ আর জনগণের উদ্দেশ্যে বলেন, ‘বিনামূল্যে রান্নার গ্যাস না দিলে একটা ভোটও দেবেন না।’
মূল্যবৃদ্ধি–বেকারি নিয়ে আক্রমণ করতে গিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘পাঁচটার পাঁচটাতেই ধাক্কা খাবেন। অসম, তামিলনাড়ু, বাংলা, সবেতেই হারবেন। রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করে বড় বড় কথা বলছেন।’ এরপরই তীব্র শ্লেষের সঙ্গে বলেন, ‘সোনার বাংলা বানাবেন? সব তো বেচে দিয়েছেন। করোনা টিকার মধ্যেও নিজের ছবি লাগিয়েছেন।’ তোলাবাজির পালটা মমতা বলেন, ‘ভারতে একটাই সিন্ডিকেট কাজ করে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ।’ উত্তরবঙ্💝গে বিজেপি লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে। কিন্তু উন্ন্নয়ন করেনি। এই অভিযোগ তুলে তৃণমূলনেত্রী বলেন, ‘বিজেপি বলেছিল সব চা বাগান খুলে দেবে। কিন্তু একটাও খুলতে পারেনি। রাস্তা তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। এখন কেন্দ্র বলছে রাস্তা তৈরি করবে। এখন আর রাস্তা করে কী হবে।’
ভোট ঘোষণার পর প্রথম সফরে বেরিয়ে দিনের শেষে তৃপ্তির হাসি নিয়ে ফিরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী যখন একের পর এক তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন তখন শিলিগুড়িতে ঝড় তুলেছেন বাংলার নেত্রী। বিধানসভা নির্বাচনের আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এই সিলিন্ডার মিছিল ছিল অভিনব। লকডাউন, করোনা 🌸সংক্রমণ এসবের মাঝে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি কেন্দ্রীয় সরকারের কাছে বুমেরাং হবে বলেই মনে করছেন রাজনৈতিক কুশীলবরা।