নন্দীগ্রামে বয়ালে বুথে গিয়ে তিনি দেখেছিলেন বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বহিরাগতরা। শুক্রবার 💮ফালাকাটায় এক জনসভায় এমনটাই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বললেন, উত্তরবঙ্গেও ভোট করাতেꦿ অসম থেকে আসবে বহিরাগতরা। বিজেপির প্রশ্ন, কাদের বহিরাগত বলছেন তৃণমূলনেত্রী?
এদিন মমতা বলেন, গতকাল নন্দীগ্রামে বুথে গিয়ে দেখি সামনে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে বহিরাগতরা। তারা বাংলা বলতে পারে না। বোঝেও না। আমাকে বলে আমাদের কাছে পেট্রোল বোম আছে। আমি বললাম কত আছে নিয়ে আয় দেখি। তার পর বলল আমাদের কাছে বন্দুক আছে। আমি বললাম নিকুচি করেছে তোর বন্দুক, নি🌞য়ে আয়, কতটা আছে।
জবাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘উনি যে যে খারাপ কাজগুলো করেন, মাথার মধ্যে ওগুলো ঘুরঘুর করছে। যা ভোট পড়ছে তাতে তো ওনার বোঝা উচিত, যাওয়া🐻র সময় হয়ে এসেছে। আজও ডায়মন্ত হারবারে দীপক হালদারের ওপর আক্রমণ হয়েছে। এসব গোলাগুলি উনি আর ওনার ভাইপো করেন।’
বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ ন💜ন্দীগ্রামের বয়াল মোক্তব প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে যান মমতা। সেখানে তিনি দাবি করেন, ভোটে কারচুপি করছে বিজেপি। কিন্তু নিষ্ক্রিয় রয়েছে প্রশাসন। যদিও মমতার অভিযোগ পত্রপাঠ খারিজ করে 💙দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে দিয়েছে ওই বুথে ভোটগ্রহণ হয়েছে নির্বিঘ্নেই।