ভোটগ্রহণের শুরুতেই বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা থেকে। বারাকপুর ও দমদমে💧র বিভিন্ন এলাকায় তাদের এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। তবে কোথাও গোলমাল তেমন বড় আকার নেয়নি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতায় বিবাদ মিটেছে দ্রুত।
বৃহস্পতিবার সকালে খড়দা বিধানসভা কেন্দ্রের রুইয়া এলাকায় বিজেপির এজেন্টকে তৃণমূল বসতে বাধা দেওয়ায় উত্তেজনা ছড়ায়। ♏রুইয়া মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ১৪৩, ১৪৪ ও ১৪৫ নম্বর বুথে𒅌 বিজেপি এজেন্টদের বসতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা জানিয়েছেন, সকালে তাঁরা বুথের দিকে আসার সময় পথে বাধা দেয় তৃণমূল। বুথে বসলে ফল ভাল হবে না বলে শাসায়।
বিজেপির অভিযোগ, একথা কেন্দ্রীয় বাহিনীকে জানিয়ে সাহায্য চেয়েও কাজ হয়নি। পরে তাঁদের বুথে নিয়ে যায় খড🅷়দা থানার পুলিশ।
ওদিকে উত্তর দমদম পুরসভার ফতুল্লাহপুরে ৭০ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী চিকিৎসক অর্চনা মজুমদারের অভিযোগ, পলাশ দাশ নামে তাঁর এক এজেন্টকে অপহরণ করেছে তৃণমূল। খবর পেয়ে সেখানে যা𒁏ন তিনি। কিন্তু শেষ পর্যন্ত এজেন্টের খোঁজ না মেলায় অপর এক ব্যক্তিকে এজেন্ট হিসাবে ওই বুথে বসান তিনি।
বুধবার রাতে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে বোমাඣবাজির খবর মিলেছে।