নিষেধ অমান্য করে জমায়েত করায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে লাঠি চালাল কোন্দ্রীয় বাহিনী। লাঠির ঘায়ে কয়েকজন তৃণমূলকর্মী আহত হয়েছেন বলে খবর। মহিলা ও শিশুদের ওপরেও বাহিনী লাঠি চালায় বলে দাবি তৃণমূলের। রায়গঞ্জ বিধানসভার বাহিন গ্রাম পঞ্চায়েতের লহুজগ্রাম এলাকায় ২৪ নম্বর বুথে সকাল থেকে নির্বিঘ্নে ভোট চলছিল। বুথ থেকে কিছুটা দূরে ক্যাম্প করেছিল তৃণমূল। অভিযোগ, তৃণমূলের সেই বুথে জমায়েত করছিলেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বাহিনীর তরফে জমায়েত হঠানোর নির্দেশ দিলেও তা পালন করা হয়নি। এর পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে জমায়েতে লাঠিচার্জ করেন। লাঠির ঘায়ে আহত হন কয়েকজন তৃণমূলকর্মী। তৃণমূলের বুথে থাকা টেবিল চেয়ার ভাঙচুর করেন তাঁরা। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের দাবি, বিনা প্ররোচনায় এদিন লাঠি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।