ভোটগ্রহণের আগের রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে। চোপড়া বিধানসভা কেন্দ্রের ১০৫ নম্বর বুথ এলাকায় ঘটনাটি ঘটেছে। গুলিচালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যায় পুলিশ। বুধবার রাত ১২.৩০ মিনিট নাগাদ চোপড়ার খুনিয়া এলাকায় বিজেপি কর্মী সন্তোষ দেবনাথের বাড়ি লক্ষ্য করে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলি দরজা ভেদ করে ঘরে ঢুকে যায়। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকায়। সকালে এলাকায় গিয়ে দেখা যায় সন্তোষবাবুর বাড়ির সামনে স্থানীয়দের ভিড়। বাড়ির সামনে তখনও পড়ে রয়েছে গুলির খোল। সন্তোষ দেবনাথ জানান, মোটরসাইকেলে করে এসে কয়েকজন গুলি চালায়। দুষ্কৃতীদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। সম্ভবত তারা বহিরাগত। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত হওয়ার ভয়ে সকাল থেকে ভোট দিতে যাচ্ছেন না স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।