আরজি কর কাণ্ডের প্রভাব সরাসরি পড়েছে বংলা ইন্ডাস্ট্রিতে। ১৫ অগস্ট মুক্তি পাওয়া দু দুটো বাংলা সিনেমার হাল বেশ 🍬খারাপ। এখানে🌳ই শেষ নয়, অনেক বাঙালিই বাংলার তারকাদের উপর রাগ করে, বাংলা ছবি বয়কট করার ডাক দিচ্ছেন সোশ্যালে। যা নিয়ে রীতিমতো চিন্তায় বিনোদন জগত। আর এই তপ্ত সময়ে ছবি মুক্তি পিছিয়ে দিল দুটি বাংল সিনেমা।
অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত এবং পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত 'এই রাত তোমার আমার' ৩০ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। আসন্ন ছবির প্রথম পোস্টারটি দর্শকদের বেশ উৎসাহী করে এবং অঞ্জন-অপর্ণার অন-স্ক্রিন রসায়ন নিয়ে বেশ চর্চাও হয়। তব❀ে ছবিটির মুক্তি আপাতত স্থগিত করা হয়ে👍ছে। মুক্তির নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: ‘খালি𒁏 গায়ে নিপলস চুলকাতে চুলকাতে…’, মেয়েদের নিয়ে নোংরা মন্ত🔜ব্য, কড়া ভিডিয়ো বার্তা বং গাইয়ের
অন্য দিকে, শাশ্বতা চ্যাটার্জি অভিনীত 'যমালয়ে জীবন্ত ভানু', যা অভিনেতা ভানু বন্দোপাধ্যায়ের বায়োপিক, ৩০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। ডক্টর কৃষ্ণেন্দু চ্যꩲাটার্জি পরিচালিত ছবিটিরও মুক্তির কোনো নতুন✃ তারিখ নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: টপার ফুলকি, বেশ নীচে নিম ফুল! দ𝕴ুপুরের অমর সঙ্গী, কাজল নদীর জলের টিআরপি কত?
পেশায় জনসংযোগ আধিকারিক ইন্দ্রনীল রায় ETimes-কে জানান, ‘বাংলার বর্🥂তমান পরিস্থিতির প🀅রিপ্রেক্ষিতে, ২০ আগস্ট দুটি সিনেমা মুক্তি স্থগিত রাখা হয়েছে।শাশ্বতা চট্টোপাধ্যায় অভিনীত ‘যমালয়ে জীবন্ত ভানু’ এবং অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন অভিনীত ‘এই রাত তোমার আমার’। নতুন কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি কারণ সবাই মনে করে #JusticeForTilottama-ই এখন একটি অগ্রাধিকার।’
আরও পড়ুন: মমতার পাশে দাঁড়িয়ে চেয়েছিলেন, ‘নির্যাতিতার ফাঁসি’! ট্রোলে অﷺদিতির জবাব, ‘বিচার ভগবানের হাতে’
কলকাতার 'প্রিয়া' সিনেমা হলের অরিজিৎ দত্ত ইটাইমসকে বলেন, ‘দুটি বাংলা ছবি ১৫ আগস্ট মুক্তি পেয়েছে, সম্পূর্ণ ভ🦩াগ্যক্রমে। আর দুটোই ডুবে গেছে।’ একটি হল সৃজিতের 'পদাতিক' যা মৃণাল সেনের বায়োপিক; অন্যটি হল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'বাবলি', যেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবীর চট্টোপাধ্যায় অভিনয় করেছে। তিনি আরও বলেন, ‘বাংলা সিনেমা বয়কট করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আন্দোলন চলছে। তাই স্থগিত করা হয়েছে সব ছবি। এই দুটোর (বাবলি ও পদাতিক) ব্যবসা ছিল মাত্র ৫ ও ১০ শতাংশ, যা শোচনীয়।’