অতিমারির প্রভ꧒াব কাটিয়ে এ বছর ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবার স্বমহিমায়। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এ বারের উৎসবে ৪২টি দেশের ১৮৩ টি ছবি প্রদর্শিত হবে।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে অভিনেত্রী রাফিয়াত ♎রশিদ মিথিলা অভিনীত ছবি ‘নীতিশাস্ত্র’। ছবির পরিচালনায় অরুণাভ খাসনবিশ। ছবিতে ‘ঘী’ নামে এক গল্পে চিক𒅌িৎসকের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা; এক রোগীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়।
১৬ ডিসেম্বর বিকেল পাঁচটায় নজরুল তীর্থে ও ১৯ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় রবীন্দ্রসদনে বিশেষ স্ক্রিনিং হবে ছ🅷꧋বির। ‘নীতিশাস্ত্র’ ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, রজতাভ দত্ত, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন: দীপিকার সঙ্গে চরম রোম্যান্স শাহরুখের, মুক্তি পেল ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রং’
মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মায়া’। হয়দরাবাদের ‘৫ম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব’–এ প্রদর্শিত হয়েছে মিথিল🏅ার এই ছবি। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে তৈরি এই ছবির পরিচালনা করেছেন পরিচালক রাজর্ষি দে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় প্রমুখ।