আপাতত শুভেচ্ছার বন্যায় বাসছেন বাংলার গায়িকা ইমন চক্রবর্তী, যখন থেকে জানা গিয়েছে এবারের অস্কারের দৌঁড়ে আছেন তিনি। তবে শুধু ইমন নন, বাংলার মোট পাঁচ জন - ৩ জন কণ্ঠশিল্পী এবং ২ জন সঙ্গীত পরিচালক- সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে সামিল। 'পুতুল' ছবির বাংলা গান 'ইতি মা' এবং 'ব্যান্ড অফ ম💛হারাজাস' ছবির পঞ্জাবি গান 'ইশক ওয়ালা ডাকু' সেরা মৌলিক গানের জন্য প্রতিদ্বন্দ্বীতা করা ৮৯টি গান ও সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য নির্বাচিত ১৪৬🐠টি গানের ব্য়ালটের মধ্যে রয়েছে।
আর এই দুটি গানের পিছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তাঁরা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক 🥂কুন্ডু এবং ডাল🌳িয়া মাইতি বন্দ্যোপাধ্যায়। ইমেনর গাওয়া ইতি মা-তে সুর দিয়েছেন সায়ন। আর ইশক ওয়ালা ডাকু-র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি।
১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য মোট ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং। একাডেমির সঙ্গীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউ♍ন্ডের ভোটে ১৫টি গান এবജং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন। আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।
তামিল গান ‘নাটু নাဣটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে সারা দেশের মান আগেই বাড়িয়েছে বিশ্বম𓆉ঞ্চে। এখন দেখার বাংলার কোনো শিল্পী ফের সেই মুকুটে নতুন পালক জুড়তে পারে কি না!
‘পুতুল’-এর জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি। অস্কারের দৌড়ে তাঁর গান সামিল হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়ে তিনি দ্য ওয়ালকে জানান,ও ‘আমার ভাল লাগছে, আনন্দ হচ্ছে খুব…আমি সুপারহ্যাপি। আমি নিজের থেকেও বেশি খুশি, বাংলা গﷺান নমিনেশন পেয়েছে।’
আর বিক্রম ঘোষ প্রতিদিনকে জানান, ‘খবরটা পেলাম পরিচালক গিরিশ ܫমালিকের কাছ থেকে। এর আগেও আমাদের জুটি অস্কারের দৌঁড়ে ছিল। এবার দুটো বিভাগে রয়েছি আমরা, একটা সেরা গান এবং আরেকটা সেরা অরিজিনাল স্কোর। তবে সবাইকে মনে রাখতে হবে, এই তালিকা কিন্ত চূড়ান্ত মনোনয়ন নয়, এর থেকেই ফাইনাল চূড়ান্ত মনোনয়নের তালিকা তৈরি হবে।’