জীবনই সবচেয়ে বড় শিক্ষাগুরু। আর জীবনে চলার পথে কে কোন শিক্ষা, আমাদের দিয়ে যাবে তা অনেকসময় আমরা উপলব্ধিও করছে পারি না। জীবন সমুদ্রে কুড়ানো অভিজ্ঞতার নুড়ি-পাথরের ভিড়ই তো আমাদের চলার পাথেয়। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন গায়ক সৌম্য চক্রবর্তী। আরও পড়ুন-সুস্মিতা নন,এই সুন্দরীর সঙ🌃্গেই প্রেম ক♊রছেন সাহেব? এভির জন্মদিনে প্রকাশ্যে এল কোন সত্যি কথা?
রিয়ালিটি শো-এর সুবাদে অতি পরিচিত মুখ সৌম্য। সারেগামাপা জয়ী এই গায়ক জাতী🥀য় মঞ্চেও বাংলার মুখ উজ্জ্বল করেছেন। এখন নিজে সঙ্গীত পরিচালনার কাজও করেন। সম্প্রতি আকাশ ৮ চ্যানেলের জন্য একটি গানের অনুষ্ঠানের 🐼অডিশন নিচ্ছিলেন সৌম্য। সেখানেই হাজির এক প্রৌঢ়া।
সাদা ছাপা শাড়িতে পৌঁছেছিলেন ওই বৃদ্ধা। বয়সের ভারে ক্লান্ত। চোখে-মুখে শোকের ছায়া। চম্পাহাটীর নিয়তি নস্করের বয়স আশি ছুঁইছুঁই। এই বয়সেও মনের অদম্য জোর নিয়ে গান শোনাতে এসেছেন তিনি। খানিক অবাꦰক হন সৌম্য। তার জীবনযুদ্ধের কাহিনি শুনে স্তব্ধও হয়ে যান। শেষ জীবনের সহায়-সম্বল একমাত্র ছেলেকে হারিয়েছেন। তবে ছেলের ইচ্ছেপূরণ করতেই সূদূর রানাঘাট থেকে কলকাতা ছুটে আসা। এদিন ভক্তিগীতি শোনালেন নিয়তি দেবী। ‘প্রণাম তোমায় ঘনশ্যাম’ গেয়ে প্রশংসা কুড়োলেন। তাঁর দুঃখের কাহিনি শুনে চোখে ছলছল করে উঠে সৌম্যর, তবে ‘ছেলেদের কাঁদতে নেই’, তাই কান্নার অংশটুকু ভিডিয়ো থেকে ছেঁটে ফেলেছেন সৌম্য।