এক পাথরে পা দিয়ে আরেক পাথরে উড়ে যাওয়া যাবে, বা এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়িতে উড়ে যাওয়া যাবে ছোটবেলায় কৃষ, শক্তিমান, স্পাইডার ম্যান দেখে যে এসব কেউ ভাবেননি বা চেষ্টা করেননি এটা কিন্তু একদমই নয়। বরং অনেকেই এই সুপারহিরোদের নিজেদের মতো করে নকল করতে চেয়েছেন। বা এখনও অনেক সময় ছোটরা করে থাকে। আসলে কথাতেই বলে সিনেমা হল অন্যতম সেরা গণমাধ্যম। আর তার ♏প্রভাব বাস্তব জীবনে পড়বে না হয়? কিন্তু শিশুমন কি আর অত বোঝে? পর্দা বা বাস্তবের ফারাক তো তারা জান𝓰ে না। আর তখনই ঘটে যায় বিপত্তি।
কানপুরের একটি স্কুলে তেমনভাবেই হৃতিক রোশনের কৃষ চরিত্রকে💖 নকল করতে গিয়ে দোতলা থেকে পড়ে গিয়ে 𝓰গুরুতর আহত হয়েছে এক কিশোর। হাসপাতালে ভর্তি সে।
যাঁরা ৯০ দশক বা ২০০০ সালের শুরুর দিকের জন্মেছেন তাঁদের ক꧒াছে সুপারহিরো বলতে কৃষ ছিল অন্যতম। আর হবে নাই বা কেন তাঁর কাছে যে মধ্যাকর্ষণ শক্তি খাটতই না। এখনকার যে শিশুরা 🐼এই ছবি দেখে তারাও স্বাভাবিক ভাবেই মুগ্ধ হয়। ভাবে নকল করবে এই সুপারহিরোকে তাক লাগিয়ে দেবে বন্ধুদের। তেমন ভাবেই এই শিশু বন্ধুদের সঙ্গে জল ভরার নাম করে ক্লাসের বাইরে বেরিয়েছিল। এরপর স্টান্ট দেখাতে দোতলা থেকে ঝাঁপ দেয়। কিন্তু হৃতিকের কৃষ হওয়া হয়নি তার, হয়নি স্মুদ ল্যান্ডিং। উল্টে হাতে, পায়ে, নাকে গুরুতর চোট পেয়ে সে। তারপরই স্কুল কর্তৃপক্ষ তাকে তড়িঘড়ি কাছের হাসপাতালে নিয়ে যায়।
এই স্কুলের প্রধান শিক্ষক জানিয়♏েছেন কিশোরটি এই কাণ্ড স্বইচ্ছায় ঘটিয়েছে, কেউ তাকে জোর করেনি। বরং সে নাকি তার মায়ের কাছে কৃষ হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল।
শিশুমনে সিনেমার যে ঠিক কতটা প্রভাব পড়ে আর সেটা কতটা ভয়ানক হতে পারে সেটাই✨ যেন কানপুরের এই ঘটনা দেখ♕িয়ে দিল।