অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুর পরে মাত্র কয়েক দিনই কেটেছে। কিন্তু এর মধ্যে তাঁকে নিয়ে নতুন এক বিতর্ক দেখা দিল। এর কেন্দ্রে রꦆয়েছেন কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভরে গিয়েছে একটি পোস্টার। সেখানে দেখা যাচ্ছে, প্রয়াত অভিনেতাকে নিয়ে একটি শ্রদ্ধাজ্ঞপনকারী পোস্টার তৈরি হয়েছে শিশিরবাবুর তরফে। আর সেখানে অভিষেক চট্টোপাধ্যায় সম্পর্কে লেখা, ‘ভারতীয় স্বাধীনতা সংগ্রামী’।
এই পোস্টার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিপুল ঠাট্টাতামাশা শুরু হয়েছে পোস্টারটি নিয়ে। পরিচালক অনীক দত্ত পর্যন্ত ফেসবুকে এই ছবিটি দিয়ে লিখেছেন, ‘অশিক্ষার আর একটি নিদর্শন। শ্রদ্ধা জানানো না𝓡 অসম্মান?’
আরও বহু মানুষও এই পোস্টার নিয়ে হাসাহাসি করেছেন।
এই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের তরফে যোগাযোগ করা হয় কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি শিশির কর্মকারের সঙ্গে। টিভিনাইন বাংলা 🌱নামের সংবাদমাধ্যমকে তিনি জানান, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
কিন্তু কারা তাঁর বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করল?
শিশিরবাবু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নদিয়ায় ডিজি বাংলা চ্যানেল আছে। ভোটের আগে ওদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করবে ওরা। ভোটের পর আমি বিষয়টাকে বন্ধ করে দিতে বলেছিলাম। কিন্তু আমার কথা শোনেননি। পরিবর্তে দেখছি এই ধরনের নোংরামি করেছে। মনে হয়,✱ রাজনৈতিক বিরোধীদের কথা শুনে আমার বিরুদ্ধে এ রকমটা করেছে।’ শিশিরবাবু জানান, তিনি পুলিশের কাছে এই বিষয়টি নিয়ে নালিশ করেছেন।
এখানেই থামেননি তিনি। এর প▨রে জানিয়েছেন, ‘ওঁরা বলেছেন, ভুল হয়েছে। এত বড় ভুল কেউ করে না। আমি বলেছি, যে ভাবে ফেসবুকে দিয়েছেন, ফেসবুকেই ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমাও ওঁরা চেয়েছেন ডিজি বাংলার নাম দিয়ে।’
যদিও শিশিরবাবু এর পরেও থানায় বিষয়টি জানিয়েছেন বলে দাবি করেছেন। ব🃏লেছেন, ‘এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। ওরা আমার ভাবমূর্তি নষ্ট💫 করার চেষ্টা করেছে। এটা আমি কিছুতেই বরদাস্ত করব না।’