বাংলা ছবির🌌 স্বর্ণযুগ বললেই সবার আগে দুজনের নাম মনে পড়ে। আর তাঁরা কেউ নন, বাংলার, বাঙালির সবথেকে হিট জুটি উত্তম সুচিত্রা। সামনেই সুচিত্রা সেনের জন্মবার্ষিকী। আর সেই সময়ই শহরে আসতে চলেছেন তিনি। হ্যাঁ, একেবারেই তাই। মহা🍌নায়ক উত্তম কুমারের পর এবার মহানায়িকার পালা।
শহরে আসছেন সুচিত্রা সেন
কিছুদিন আগেই মুক্𒉰তি পেয়েছে অতি উত্তম। মৃত্যুর ৪৪ বছর পর, নতুন ভাবে নতুন রূপে, নতুন ছবিতে আবারও সংলাপ বলে, হেঁটে চলে বেড়িয়েছেন উত্তম কুমার। এবার কি সুচিত্রা সেনও সেই একই 🍌পথ অনুসরণ করবেন? না। ঠিক তা নয়। একটু অন্য ভাবেই আসছেন তিনি।
আরও পড়ুন: ཧ৯ বছরের ছোট কবীর বাহিয়ার প্রেমেই হাব𝔉ুডুবু খাচ্ছেন কৃতি? কিন্তু কে তিনি?
আরও পড়ুন: ২০ কোটির নেকলেস পরে হোপ গালায় আলিয়া! কী এমন আছে ওই🤪 হারে?
সুচিত্রা সেনের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরের বুকে একটি প্রদর্শনী হতে চলেছে। আর সেখানেই থাকবে মহানায়িকার অভিনয় করা সমস্ত ছবির আসল পোস্টার। এটির আয়োজন করেছেন সুদীপ্ত চন্দ। ২০১৮ সালের পর আবার এই বছর এই উদ্যোগ নিয়েছেন তিনি। তবে এখানে কেবল সুচিত্রা সেনের ছবির পোস্টার থাকবে যে সেটা নয়। থাকবে তাঁর ছবির বুকলেট, গানের বই, তাঁর করা সেই একটিই গানের রেকর্ড, ইত্যাদি। সুচিত্রার স্মৃতিতে ভর্তি🧸 একটি প্রদর্শনী হবে এটা।
আরও পড়ুন: 'শ♏ঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা-মাধবন,✤ করণের ছবিতে ফাঁস হবে জালিয়ানওয়ালা বাগের কোন সত্য?
সুচিত্রা সেনের প্রদর্শনী প্রসঙ্গে
এটি আগামী ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ICCR এর অবনীন্দ্রনাথ গ্যালারিত🔯ে অনুষ্ঠিত হবে। মুনমুন সেন এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। এই প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে সুচিত্রা। এটি শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদন করছে সুচিত্রা, সহযোগীতায় সুরজিৎ কালা। প্রদর্শনীর জন্য বিশেষ পোস্টার ডিজাইন করেছেন দিল্লি নিবাসী বিশিষ্ট ইলাস্ট্রেটর সিড ঘোষ। সুদীপ্ত চন্দ দীর্ঘ দিন ধরে ছবির পোস্টার সংগ্রহ করে চলেছেন। তিনি বলেন, ‘আমি তখন ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড🦋়ি। তখন পূর্ণ সিনেমায় অমিতাভের দ্য গ্রেট গ্যাম্বলার ছবির পোস্টার দেখে আকৃষ্ট হই। সেটাই ছিল আমার প্রথম সংগ্রহ। সেই থেকেই পুরনো দিনের হাতে আঁকা ডিজাইনের পোস্টার সংগ্রহ শুরু। এগুলোর যথাযত সংরক্ষণ হওয়া প্রয়োজন। সুচিত্রা সেনকে নিয়ে এমন কাজ আশা করি সবার ভালো লাগবে।’ সুরজিৎ কালার উদ্যোগে প্রকাশ পাবে সুচিত্রা সেন অভিনীত ছবির পোস্টার সম্বলিত বাংলা নববর্ষের ক্যালেন্ডার। সুদীপ্ত চন্দের সংগ্রহ থেকে।