২০২১ সালের মার্চ মাসে আচমকাই ডিভোর্সের ঘোষণা সারেন আমির খান ও কিরণ রাও। বলিউডের অন্যতম আদর্শ দম্পতি হিসাবেই ধরা হত তাঁদের। কেন হঠাৎ বিচ্ছেদ? বুঝে উঠতে পারেননি অনুরাগীরা। তবে বিচ্ছেদের প্রায় চার বছর পরেও হামেশাই আমিরের পাশেই দেখা গিয়েছে কিরণকে। বলা যায়, তাঁরা পরস্পরের পরিপূরক। আরও পড়ুন-আমির🌳ের ‘লম্বা লেকচার’ অসহ্য! তাঁর সাফল্যের কৃতিত্ব প্রাক্তন স্বামীকে দেওয়ায় বিরক্ত কিরণ রাও
মাস কয়েক আগে আমির জানিয়েছিলেন, ডিভোর্সের পর স্বামী হিসাবে নিজের খামতিগুলো কিরণের কাছে জানতে চেয়েছিলেন তিনি। কড়া টাস্ক মাস্টার কিরণ, মিস্টার পারফেকশানিস্ট আমিরকে ভালো স্বামী হওয়ার ꩵ১১টি পয়েন্ট বাতলে দিয়েছিলেন কিরণ। হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরের কাছ থেকে সে-সব পয়েন্টগুলি জানতে চাওয়া হয়।
আমির বলেন, ‘ও বলেছিল, তুমিꦉ অন্য কাউকে কথা বলতে দাও না’, আমি কিরণের সাথে একমত🌳 ছিলাম না, কিন্তু লিখে রেখেছিলাম। আমি বললাম, 'হুম'। আমি আমার ফোনের নোটে সেগুলো লিখে রেখেছি। ভেবেছিলাম কাজে লাগবে। আমি প্রতিদিন সেগুলো নিয়ে কাজ করছি, প্রতিদিনই কাজ করছি।
এই অনুশীলনটা প্রত্যেক স্বামীরই করা উচিত, সাক্ষাৎকার গ্রহীতা যখন আমিরকে এমন উপদেশ দেন। তখন আমির সপাটে বলেন, 'শুধু স্বামীরা কেন? এমনকি স্ত্রীরাও। যদিও কিরণ আমাকে কখনও জিজ্ঞাসা করেনি, ‘আমি💎 কীভাবে আরও ভাল স্ত্রী হতে পারি? ওহ জিগ্গেস করলে আমারও তালিকা তৈরি আছে’।
প্রাক্তন স্বামীর মুখে এমন কথা শুনে হেসে ফেলে লাপাতা লেডিজ নির্দেশক। কিরণ বলে❀ন, ‘ঠিক আছে। ভাগ্যিস এখন আমি ওঁর প্রাক্তন স্ত্রী, তাই জানার দরকার নেই।’
আমির ও কিরণ এর সম্পর্ক
আমির খান ও কিরণ রাও-এর প্রথম আলাপ লাগানের সেটে। ২০০৫ সালের ২৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে বাঁধা পড়েছিলেন তাঁরা। বিয়ের ছয় বছর পর সারোগেসির মাধ্যমে জন্ম হয় এই জুটির একমাত্র সন্তান আজাদ রাও খানের। কিরণের আগে আমির ভালোবেসে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। ছবি🐽র জগতে পা রাখার আগেই নিকাহ সেরে ফেলেছিলেন অভিনেতা। আমির ও রিনার দুই সন্তান জ💦ুনেইদ খান ও ইরা খান।
কিরণ জুমকে মাস কয়েক আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আজও তাঁকে মানুষ যখন 'আমি💎র খানের স্ত্রী' কিংবা আমির খানের প্রাক্তন স্ত্রী বলে ডাকে। তিনি বলেন, 'আমাকে নিয়মিতভাবে জিজ্ঞাসা করা হয়, এমনকি এখনও বিমানবন্দরে... লোকে বলে, 'আপনি আমির খানের স্ত্রী, তাই না? তারা হয়তো আমার নামও জানে না…. এতে অভ্যস্ত হয়ে গেছি। যদিও এখন বলতে হচ্ছে, 'প্রাক্তন স্ত্রী'।
কিরণ রাও পরিচালিত লাপাতা লেডিস এই বছরে ভারতের অফিসিয়্যাল অস্কার এন্ট্রি। ২০২৪ সালের ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নীতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ এবং ছায়া কদম। আমিরকে শেষ দেখা গিয়েছিল অদ্বৈত চন্দন পরিচালিত 'লাল সিং চাড্ডা' ছবিতে। আগামিতে সিতারে জমিন পর নিয়ে পর্দায় আসবে♏ন আমির।