অভিনেত্রী আশকা গোরাদিয়া-কে মনে পড়ে? একসময় হিন্দি টেলিভিশন দুনিয়ার অতি পরিচিত নাম ছিলেন এই আশকা। ২০০২ সালে ‘আচানক ৩৭ সাল বাদ’ দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। তবে একতা কাপুরের 'কুসুম'🧜 সিরিয়ালে কুমুদ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান আশকা। এরপর ‘সিন্দুর তেরে নাম কা’, ‘বিরুদ্ধ’ , ‘নাগিন’ সহ বহু জনপ্রিয় টিভি শোতে অভিনয় করেছেন আশকা🌜 গোরাদিয়া।
পরবর্তী সময়ে ‘বিগ বস’, ‘খতরো কে খিলাড়ি’র মতো রিয়েলিটি শোতেও দেখা গিয়েছে তাঁ🥂কে। বলাই বাহুল্য, টেলি দর্শকদের কাছে আশকা ছিলেন ঘরে ঘরে পরিচিত নাম এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া টিভি তারকাদের মধ্যে একজন ছিলেন তিনি। তবে এরপরেও ২০১৯ সালে হঠাৎই অভিনয় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেন আশকা গোরাদিয়া। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
জানা যাচ্ছে আশকা গোরাদিয়ার লক্ষ্য ছিল অনেক বড়। শুধু বিনোদন দুনিয়া আর গ্ল্যামার জগতে আটকে পড়া প্রতিনিধি নন। এক বিশাল ব্🅠যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন যা বর্তমানে আন্তর্জাতিক করপোরেটদেরও প্রতিদ্বন্দ্বী🍎।
আরও পড়ুনকবে দেখা যাবে কাঞ্চন কন্যা কৃষভির মুখ? উত্ত🏅র দিলেন নতুন মা শ্রীময়ী
অভিনয় ছেড়ে কোন ব্যবসায় মন দিলেন আশকা?
আশকা এবং রেনি কসমেটিকস
২০১৮ সালে বিয়ার্ডোর সহ-প্রতিষ্ঠাতা প্রিয়াঙ্ক শাহ এবং আশুতোষ ভালানির সঙ্গে মিলে রেনি কসমেটিকস চালু করেন আশকা। ইন্টারনেট-ফার্স্ট ব্র্যান্ডটি চোখের মেকআপ, ঠোঁটের রঙ, ত্বকের সিরাম এবং হাইলাইটার বিক্রি করে। এমনকি করোনা মহামারী চলাকালীন 💮এই ব্র্যান্ডটির ব্যবসায়িক দ্রুত অগ্রগতি হয়। ২০২২ সালে ১০০ মিলিয়ন ডলারের ব্যবসা করে ফেলে এই কসমেটিকস ব্র্যান্ডটি। ২০২৪ সালে দাঁড়িয়ে এনট্র্যাকার জানিয়েছে, যে ব্র্যান্ডটির ব্যবসা দাঁড়িয়েছে প্রায় ১৫৫ মিলিয়ন ডলার (১৩০০ কোটি টাকা)। সংস্থাটি নাইকা এবং সুগার কসমেটিকসের মতো ভারতীয় প্রসাধনী জায়ান্টদের প্রতিযোগিতা হিসাবে বিবেচিত হয়েছে।
সম্প্রতি সংস্থার আর্থিক তথ্য প্রকাশ করেဣছে রেনি কসমেটিকস। যেখানে দাবি করা হয়েছে সংস্থাটি মোট ৪৮.৫ মিলিয়ন ডলার (৪০০ কোটি টাকারও বেশি) তহবিল সংগ্রহ করেছে। ২০২১ সালে, ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডের পুরষ্কারও জিতেছে সংস্থাটি।
২০১৭ সালে মার্কিন ব্যবসায়ী ব্রেন্ট গোবলকে বিয়ে করেন আশকা। ২০২৩ সালের অক্টোবরে তাদের প্রথম সন্তান হয়। পুত্র সন্তান হ♐য় আশকা গোরাদিয়ার।&nꦜbsp;