এমনিতেই বচ্চন পরিবারের মধ্যে চলা টানাপোড়েনের খবর নিয়ে চর্চার কোনো অন্ত নেই। তার মাঝে সোনি টিভির কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব সোশ্যাল মিডিয়া! বুধব💝ার দুপুরের দিকে একটি প্রোমো শেয়ার করা হয় চ্যানেলের তরফে। যেখানে দেখা যায়, বাবার শো-তে এসেছেন অভিষেক বচ্চন। সঙ্গে তাঁর ‘আই ওয়ান্ট টু টক’ পরিচালক সুজিত♉ সরকার। ছিলেন সিনেমার লেখক রীতেশ শাহ-ও।
করা হল কেবিসি-র প্রোমো ডিলিট:
তবে শেয়ার করার কয়েক মুহূর্ত পরই তা মুছে দেওয়া হয়। কেন, তা নিয়েও আপাতত ধ্বন্ধ। চলুন আপনাদের বলি কী ছিল সেই প্রোমোতে। দেখা যায়, বরাবরের মতোই নিজের হিউমার দিয়ে রীতিমতো বাবার মুখ বন্ধ কর꧂েছেন অভিষেক। জুনিয়র বচ্চন হঠাৎ চিৎকার করে ওঠেন, ‘আপনারা জিতলেন ৭ কোটি’। যা শুনে হেসে ফেলেন অমিতাভ।
আরও পড়ুন: সৎ বাবার মৃত্যুর পর কাজে ফে💙রা, মানসিক স্বাস্থ্য নিয়ে কী বার্তা দিলেন মালাইকা?
এরপর অভিষেককে ফাঁস করতে শোনা যায়, যখনই তাঁদের বাড়ির বাচ্চরা একসঙ্গে🥃 খেতে বসে বা গল্প করতে বসে, অমিতাভ সঙ্গে থাকলে এরকমভাবেই ‘আপনারা জিতলেন ৭ কোটি’ বলে চিৎকার করে। ছেলের এভাবে গোপন কথা ফাঁস করা দেখে, অমিতাভ ততক্ষণে ভাষাহীন।
এখানেই থেমে না থেকে, অভিষেক বলেন 💎তিনি যতক্ষণ না ৭কোটি জিতছন, কেবিসি-র সেট ছেড়ে বাড়ি যাবেন না! বাবা-ছেলের মধ্যে এমন মস্করা দেখে হেসে গড়িয়ে পড়ার মতো অবস্⛦থা হয় দর্শকদের।
আরও পড়ুন: একসঙ্গেই থাকেন সবসময়! সুকান্তর সꦿঙ্গে বাগদানের খবর দিল অনন্যা, বয়স কত এখন
তবে চ্যানেল কেন হঠাৎ এই প্রোমো সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তা 🎐স্পষ্ট নয়! এর পিছনে কি রয়েছে বচ্চন বাড়ির মধ্যেকার বিতর্ক?&nbsꦯp;
আরও পড়ুন: ‘এ দেশে মা হওয়া যায় না’ বলে জড়ান বিতর্কে! শো𒅌ভনকে নিয়ে তাহলে কোন পাহাড়ে সোহিনী
বিতর্কে বচ্চন পরিবার:
কানাঘুষো অভ🅷িষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চন একে-অপরের থেকে আলাদা থাকছেন। তবে, ডিভোর্সের কথা ভাবেননি পরিবারের সম্মানের কথা মাথায় রেখে। প্রথমে বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠের কোটেশন শেয়ার করে একাধিক মিডিয়ায় খবর হয়, শাশুড়ি বউমা অর্থাৎ ঐশ্বর্য আর জয়ার ঝামেলাই নাকি দায়ি।
তবে আলোচনা তুঙ্গে ওঠে যখন মিডি🌠য়ায় হঠাৎ করেই রটে যায় নিজের দশভি কো-স্টার নিমরত কৌরের সঙ্গে নাকি চলছে অভিষেকের ‘পরকীয়া’। আর সেই কারণেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঐশ্বর্য। এদিকে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ হিসেবে ফের কোটেশন করে খবর আসছে, এই গুঞ্জন নিয়ে নাকি আইনি পদক্ষেপ নেবে বচ্চন পরিবারের।