শনিবার রাতে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই চিন্তাই ঘুম উড়েছে দুই অভিনেতার অনুরাগীদের। এর মাঝে রবিবার ফের দুসংবাদ! বচ্চন বধূ ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক-ঐশ্বর্য কন্যা আরাধ্যা বচ্চনের করোনা রিপোর্টও এদিন পজিটিভ আসেন। এই খবর রবিবার দুপুরে নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী রাজেশ তোপে। এদিন সন্ধ্যায় ঐশ্বর্য-আরাধ্যার শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট এল বচ্চন পরিবারের তরফে। টুইট বার্তায় অভিষেক বচ্চন জানালেন, ‘ঐশ্বর্য এবং আরাধ্যার করোনা রিপোর্ট পজিটিভ। ওঁরা বাড়িতেই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকবে। বিএমসিকে ইতিমধ্যেই সেই তথ্য জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মা সহ পরিবারের বাকি সকলের করোনা রিপোর্ট নেগেটিভ। সকলকে ধন্যবাদ তাঁদের শুভ কামনার জন্য’। গতকাল ব়্যাপিড টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়েছিল ঐশ্বর্য,আরাধ্যা,জয়া বচ্চনদের। সেই সময় ঐশ্বর্য-আরাধ্যার করোনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছিল। কিন্তু অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ হলেও গতকাল ঐশ্বর্য,আরাধ্যা, জয়ার আরটি-পিসিআর (RT-PCR) টেস্ট করা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট আজ সামনে এল,সেখানেই করোনা পজিটিভ হিসাবে চিহ্নিত হন বচ্চন বধূ ও তাঁর কন্যা। তবে জয়া বচ্চন, তাঁর কন্যা শ্বেতা নন্দা, তাঁর দুই সন্তান নভ্যা নাভেলি এবং অগস্ত্যা নন্দার রিপোর্ট নেগেটিভ এসেছে। বচ্চন পরিবার সূত্রে খবর জয়ার ফের করোনা পরীক্ষা করা হবে।অভিষেক অপর একটি টুইট বার্তায় অভিষেক জানান, আমার বাবা এবং আমি ততক্ষণ হাসপাতালে থাকব যতক্ষণ সময় চিকিত্সকরা রাখতে চাইবেন। দয়া করে সকলে সুরক্ষিত থাকুন এবং নিময় মেনে চলুন। নানাবতী হাসপাতাল সূত্রে খবর অমিতাভের অবস্থা স্থিতিশীল। অভিষেক একেবারেই স্বাভাবিক রয়েছেন, তাঁর হালকা উপসর্গ রয়েছে। তবে সব ঠিকঠাক থাকলে অভিষেককে আগামিকাল হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে। বৃহন্মুম্বই পুর নিগমের অতিরিক্ত কমিশনার সুরেশ কাকানি জানিয়েছেন,বচ্চন পরিবারের হাউজ স্টাফ,সিকিউরিটি গার্ড সহ মোট ১৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। বাকিদের রিপোর্ট হাতে আসবে আগামিকাল'। পাশাপাশি বিএমসির তরফে এটাও জানানো হয়েছিল ঐশ্বর্য-আরাধ্যার দেহে করোনার কোনও উপসর্গ না থাকায় তাঁরা বাড়িতেই থাকবেন নাকি হাসপাতালে থেকে চিকিত্সা করাবেন সেই সংক্রান্ত তথ্য লিখিত দিতে হবে বচ্চন পরিবারকে। সেই সংক্রান্ত তথ্যই নিজের টুইটে পরিষ্কার করে দিলেন জুনিয়র বি। ইতিমধ্যেই বচ্চন পরিবারের চারটি বাংলো-জলসা,প্রতীক্ষা,জনক এবং বত্সকে কনটেনমেন্ট জোন ঘোষণা করে সেগুলিকে সিল করে দিয়েছে বিএমসি।