বৃহস্পত𓆏িবার সকালে না ফেরার দেশে পাড়ি দেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্য়ায়। খবর আসে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তিনি। একসময় টলিউড সিনেমার প্রথম সারির হিরো ছিলেন। মাঝে খানিকটা সময় ইন্ডাস্ট্রি থেকে বিরতি নিয়ে ফের ছোটপর্দায় মেগায় দেখা মিলেছে তাঁর।
সম্প্রতি, স্টার জলসার ‘মোহর’ ও ‘খড়কুটো’ এই দুই জনপ্রিয় মেগায় অভিনয় করছিলেন তিনি। ‘মোহর’ ধারাবাহিকে শঙ্খ স্যারের বাবার চরিত্রে এবং ‘খুড়কুটো’তে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। স্টার জলসায় তারকা দম্পতিকে নিয়ে জিতের নতুন শো 'ইসমার্ট জোড়ি'। ভালোবাসা নিয়ে শো। বুধবার⛄ এই শোয়েরই শ্যুটিং করছিলেন অভিষেক চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।
এই রিয়ালিটি শো-এর শ্যুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিষেক চট্টোপাধ্যায়। স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়কে নিয়েই হাজির হয়েছিলেন শ্যুটিংয়ের জন্য। শ্যুটিং করতে এসেও এদিন শ্যুট করতে পারেননি অভিনেতা। তবে যেটুকু অংশের শ্🐈যুটিং করেছিলেন স্টার জলসার পক্ষ থেকে ভিডিয়ো শেয়ার করে শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত অভিনেতাকে।
এ দিন স্ত্রীর সংযুক্তার⛄ সঙ্গে রঙ মিলিয়ে গাঢ় নীল রঙের শেরওয়ানি পরে এসেছিলেন অভিনেতা। মঞ্চে স্ত্রীর সঙ্গে ভালোবাসার রঙ ছড়াতে দেখা গিয়েছিল তাঁকে। প্রথম দেখা থেকে প্রওেম জীবনের একাধিক কথা ফাঁস করেছিলেন। অভিষেক জানান, ‘এপ্রিলে দেখা ৯ জুলাইয়ে বিয়ে।’ সংযুক্তার কথায়, তিনি তো অবাক হয়ে গিয়েছিলাম। বলেন, তবে অভিষেকেই সেই মানুষ যার সঙ্গে বাকি জীবনটা কাটিয়ে নেওয়া যায়।
এ দিন মঞ্চে ভালোবাসার রঙ ছড়া🐽তে দেখা গিয়েছে দম্পতিকে। চোখ বাঁধা অবস্থায় ভালোবেসে অভিষেকের গালে আলতো চুম্বন করেন সংযুক্তা। চ্যানেলের তরফে অভিনেতার শেষ শ্যুটিংয়ের দৃশ্যে শেয়ার করে লেখা, ‘ইসমার্ট জোড়ির মঞ্চে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কিছু সোনা𒁃লী মুহূর্ত যা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্টার জলসার পক্ষ থেকে প্রয়াত অভিনেতার প্রতি বিনম্র শ্রদ্ধা’।
জানা গিয়েছে, শরীরিক অসুস্থতা নিয়েই এ দিন ফ্লোরে গিয়েছিলেন অভিষেক। কাজ করতে পারেননি। চ্যানেলের লোকেরাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে।๊ বাড়ির লোকের হাজার অনুরোধেও হাসপাতাল যেতে চাননি। বাড়🔯িতেই অক্সিজেন আনা হয়। ওষুধ দেওয়া হয়। মাঝরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান তিনি।