বলিউডের নিজস্বতা, স্বচ্ছ্বতা কতটা রয়েছে- এই প্রসঙ্গে মন্তব্য রাখলেন ‘রাম সেতু’ পরিচালক অভিষেক শর্মা। ২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ ছবি পরিচালনার মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি। চলতি বছর অভিষেকের পরিচালনায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনী🥀ত ‘রাম সেতু’।
গোয়ায় চলছে 🐻ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে যোগ দিয়েছেন পরিচালক অভিষেক শর্মা। 'চলচ্চিত্র শিল্পে কর্পোরেট সংস্কৃতি' বিষয় ‘ইন-কনভারসেশন’ নামক এক অধিবেশন মন্তব্য রেখেছেন পরিচালক। কর্পোরেট কালচার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা প্রভাব ফেলেছে, এ বিষয় প্রশ্ন রাখা হলে অভিষেকের মন্তব্য, ‘কর্পোরেটাইজেশন হল সবচেয়ে ভালো জিনিস যা ইন্ডাস্ট্রিতে হয়েছে। কারণ চেক অন্তত নগদ হচ্ছে এখানে।'
পরিচালক আরও যোগ করেছেন, ‘আগে 🧜কোথায় থেকে টাকা-পয়সা আসত, আর কীভ🌺াবে আসত… আমরা জানি। পরিবর্তন ভালো। কর্পোরেটাইজেশন ছবিতে বিনিয়োগ করা অর্থ পরিষ্কার করতে সাহায্য করেছে।’
আরও পড়ুন: জ্যাকেট রিসাইকেল করে কুশান কভার, যে ৫ জরুরি জিনিস রয়েছে করণের ভ্যানিটি ভ্যানে
অনিল আম্বানির রিলায়েন্স মার্কেটে আসার পর অ্যাড ল্যাবগুলিতে যে পরিবর্তনগুলি এসেছিল সে সম্পর্কেও কথা বলেছেন অভিষেক। তিনি জানিয়েছেন, ২০০৬ সালের প্রথমদিকে এক তারকাকে কোটিতে দুই সংখ্যার অর্থ অফার ক꧟রেছিলেন। কিন্তু বর্তমানে তাঁকেই অফার দেওয়ার ক্ষেত্রে নাক✱ি ফিজ কমানোর কথা বলেছেন তিনি।