পুজোর সময় মুক্তি পাচ্ছে বহুরূপী। এই ছবিতে মুখ্য ভূমিকায় ধরা দেবেন আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কৌশানি চক্রবর্তী, প্রমুখ। উইন্ডোজের এই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য দেখা যাবে আবির এবং ঋতাভরীর। স𝄹েই দৃশ্য প্রসঙ্গে কী বললেন আবির?
ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে আবির
কিছুদিন আগে একটি ইন্টারভিউতে ঋতাভরী বলেছিলেন তিনি বা আবির কেউই কামযন্ত্রণায় তাড়িত নন, তাই ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিংয়ে অসুবিধা হয়নি, এবার আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি আবির বহুরূপী ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানান, 'ঘনিষ্ঠ দৃশ্যে আমি বরাবরই সঙ্কুচিত হয়ে পড়ি। পেশাদারদের মতোই এই দৃশ্যে অভিনয় করা উচিত বলে আমি মনে করি, সহ অভিনেত্রীর সঙ্গে বেশি করে কথা বলা উচিত। তাঁর সুবিধা অসুবিধা সম্পর্কে জানা উচিত।' কেবল পর্𒆙দায় সহ অভিনেত্রীর স্বꦫস্তি, স্বাচ্ছন্দ্য নিয়েই যে আবির ভাবেন সেটা নয়, তাঁর মতে আড্ডার সময়েও অনেক সময়ই অনেকেই মহিলাকে অপমান করে কথা বলেই বলেন মজা করছিলাম। অভিনেতার মতে এটা হওয়াও ঠিক নয়। আবিরের কথায়, 'অন্যদের সম্মান দিতে হবে, পাশাপাশি নিজের সম্মানও বজায় রাখতে হবে।'
ইন্ডাস✤্ট্রিতে বর্তমানে যে নারী সুরক্ষা কমিটি গঠন করা হচ্ছে সেই প্রসঙ্গে আবির জানান এই সূচনা জরুরি ছিল। তাঁর কথায়, 'হেমা কমিটির আদলে শুনেছি এই কমিটি তৈরি হচ্ছে। আমার মনে হয় যে কোনও কাজের জায়গায় এমন কমিটি তৈরি হꦫওয়া উচিত।'
ইন্ডাস্ট্রির পারস্পরিক দ্বন্দ্ব প্রসঙ্গে আবির
এই বিষয়ে আবির জানান, 'যেটা ফোনে কথা বলে মিটিয়ে নেওয়া যেতে পারে, যেটা ফোনে বলা যায় সেটার বদলে পাবলিক ফোরামে আক্রমণ করার রীতি জন্মাচ্ছে। একটা নেতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে। দিন দিন আরও অবনতি হচ্ছে। ভাষার সৌজন্য আগেই হারিয়েছে। একটা ন্যক্কারজন꧋ক জায়গায় পৌঁছেছে ব্যাপারটা। স্বাভ♔াবিক পরিবেশ না হলে মানুষ বিনোদনের দিকে যাবেন কীভাবে? এটা দ্রুত ঠিক করা দরকার।'
আরও পড়ুন: কার্তিক আরিয়ানের অনুপ্রেরণাতেই প্যারালিম্পিক্সে সোনা জয় নভদীপের! কী জান♐ালেন অ্যাথলিট?
বহুরূপী প্রসঙ্গে
বহুরূপী ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। উইন্ডোজ প্রোডাকশন হাউজের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবিতে আছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতা🌳ভরী চক্রবর্তী, কৌশানি চক্রবর্তী প্রমুখ। সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে ছবিটি। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এটি। বক্স অফিসে বহুরূপী ছবিটির সঙ্গে টক্কর জমবে সৃজিত মুখোপাধ্যায়ের টেক্কা, অরিন্দম শীলের একটি খুনির সন্ধানে মিতিন, পথিকৃৎ বসুর শাস্ত্রী ছবিগুলোর সঙ্গে।