কঙ্গনা রানাওয়াত পরিচালিত, অভিনীত এবং প্রযোজিত ছবি ইমারজেন্স🍌ি নিয়ে যেন আর জটিলতা কাটতেই চাইছে না। এম♔ন অবস্থায় সেন্সর বোর্ড আদালতকে জানাল তাঁরা ছবিটিকে ছাড়পত্র দিতে পারেন তবে কিছু দৃশ্য কেটে বাদ দিতে হবে। ছবিটি ১৯৭৫ সালে ঘটে যাওয়া জরুরি অবস্থার উপর নির্মিত হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রে থাকবেন কঙ্গনা।
আরও পড়ুন: ♈'আমার শেষ নাটক', আর মঞ্চে ফিরবেন না অঞ্জন? কী জানালেন মৃণাল সেনের মানসপুত্র?
কী জানা গেল ইমারজেন্সি ছবিটিকে নিয়ে?
ইমারজেন্সি ছবিটির 🧔গত ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে মুক্তি পায়নি ছবিটি। সার্টিফিকেট নিয়ে সেন্সর বোর্ড এবং ছবির নির্মাতাদের সংঘাত বেঁধেছে। কঙ্গনা রানাওয়াত যিনি এই ছবির মুখ্য অভিনেতা তো বটেই, আবার পরিচালক এবং প্রযোজকও বটে তিনি রীতিমত সেন্সর বোর্ডকে দুষেছেন, জানিয়েছেন তাঁরা নাকি ইচ্ছে করেই ছবিটিকে সার্টিফিকেট দিতে দেরি করেছেন।
এই বিষয়ে বলে রাখা ভালো, বেশ কিছু শিখ সংগঠন যেমন শিরোমণি অকালি দল ছবিটির বি🐓রোধিতা করেছে। তাঁরা জানিয়েছেন ছবিটিতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য দেওয়া হয়েছে, ভুল ভাবে দেখানো হয়েছে। ঐতিহাসিক তথ্যকে বিকৃত করা হয়েছে বলেও দাবি করেছেন তাঁরা।
কোর্ট যদিও সেন্সর বোর্ডকে তুলোধোনা করে🌺ছে সার্টিফিকেট কেন দেওয়া হচ্ছে না বা কেন দেরি করা হচ্ছে সার্টিফিকেট দিতে সেটার জন্য। ২৫ সেপ্টে♈ম্বরের মধ্যে কোর্ট সেন্সর বোর্ডকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল।
কিছুদিন আগে ইমারজেন্সি ছবির সহ প্রযোজক জি এন্টারটেইনমেন্টের তরফে হাইকোর্টে আবেদন করা হয় যাতে সেন্স🐲র বোর্ড ছবিটিকে ছাড়পত্র দেয়। বৃহস্পতিবার শুনানির সময় সেন্সর বোর্ডকে কোর্ট জিজ্ঞেস করে তাঁদের কাছে কোনও সুখবর আছে কিনা ছবিটার জন্য?
তখনই সেন্সর বোর্ডের তরফে জানানো হয় কমিটির তরফে বেশ কিছু দৃশ্য ছেঁটে ফেলার নির্দেশ🍸 দেওয়া হয়েছে। সেগুলো মানলে তবেই ছবিটি মুক্তি পাবে। এই প্রস্তাব শুনে জির তরফে জানানো হয়েছে তাঁরা কিছু সময় চান যে তাঁরা এই দৃশ্যগুলো ছেঁটে ফেলতে রাজি কিনা। আগামী ৩০ সেপ্টেম্বর ফের শুনানি হবে এই কেসের।