২০২৪ সালে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন তিনি। শুধু তাই নয়, এবার লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি তৃণমূলের সাংসদও হয়েছেন। কিন্তু এত সবের মাঝে নানা সময়ই তাঁর বলা নানা কথা নিয়ে বিস্তর হাসাহাসি চলেছে। এবার হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বসলেন রচনা বন্দ্যো꧂পাধ্যায়। কী বললেন দিদি নম্বর ওয়ান?
হুগলি গিয়ে কী বললেন রচনা?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কিছুদিন আগে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ম্যান মেড বন্যার কথౠা বলেছিলেন, আঙুল তুলেছিলেন ডিভিসির দিকে। এবার সেই এক সুর শোনা গেল রচনা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তবে তিনি এদিন রীতিমত কিউসেক, কুইন্টাল ঘেঁটে ঘ করে ফেলেন। ডিভিসিকে দোষারোপ করার সময় একক গুলিয়ে বলেন, 'কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়িঘর কিচ্ছু নেই। সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আর ওরা বলছে জানিয়ে পাঠিয়েছে!'
একই সঙ্গে রচনা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্🌼রী যে বিষয়ে বলেছেন সেই বিষয়ে আমি আর আলাদা করে কিছু 💜বলবি না।'
প্রসঙ্গত রচনা বন্দ্যোপাধ্যায় এদিন হুগলির বন্যা বিধ্বস্থ এলাকা পরিদর্শনে গিয়েছিলে♈ন। গিয়েছিলেন চাঁদরা, মিলনগর, ইত্যাদি জায়গায়। এদিন এই সমস্ত জায়গা ঘুরে দেখে ডিভিসিকে দোষারোপ করার পাশাপাশি তিনি জানা কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান করতে সাহায্য করেনি।
রচনাকে কটাক্ষ বিজেপির
রচনা বন্দ্যোপাধ্যায় এদিন জলের একক গুলিয়ে ফেলায় তাঁকে রীতিমত একহাত নেয় বিজেপি। খোঁচা দিয়ে কটাক্ষ করে হুগলি বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, 'মুখ্যমন্ত্রীর ওঁকে মিউজিয়ামে রাখা উচিত। একজন সাংসদ হয়ে বলছে𝓰ন কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে! কুইন্টালে কবে থেকে জল মাপা শুরু হল? কোনও জ্ঞান নেই তাই এসব ভুলভাল বকছন।'