শ্রীলেখা মিত্র যে বরাবরই স্পষ্টবাদী,ꦛ নিজের মনেꩲর কথাকে রাখঢাক ছাড়াই সকলের সামনে তুলে ধরতে পছন্দ করেন এ কথা সকলেরই জানা। এবার তিনি স্বস্তিকা মুখোপাধ্যায়ের আরজি করের প্রতিবাদ মিছিল যোগ দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন নাম না করেই। কী বললেন?
আরও পড়ুন: মনের সুখে বাংলায় নয়, শেষে মেসেজে জার্মানে গালাগাল🐓ি দিয়েছেন কবীর সুমন, অভিযোগ তরুণীর
কী বললেন শ্রীলেখা মিত্র?
শ্রীলেখা মিত্র এদিন হাউ -কে দেওয়া একটি সাক্ষাৎকারে আরজি কর আন্দোলনের অরাজনৈতিক নেতৃত্বকে রীতিমত আক্রমণ করলেন। নাম না করেই কটাক্ষ করলেন স্বস্তিকা মুখোপাধ্যায়কে। এদিন শ্রীলেখা মিত্র বলেন, 'ধরি মাছ না ছুঁই পানি করে আন্দোলন হয় না। ওটাকে রেভলিউশন বলে না। আর এটা যে রেভলিউশনের পর্যায় চলে যাবে ওরা বোঝেনি প্রথমে। তাই প্রথমে এটা অরাজনৈতিক♕ আন্দোলন, এতে রাজনীতি আনবে না বলছিল। যেই দেখল যে না সেটা নয় তখন আজাদির স্লোগান দিতে শুরু করল। তারা আবার রেড রোডে সেজেগুজে হাত নাড়তে নাড়তে যায়। মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে চকলেট খায়। তারা হচ্ছে সুবিধাবাদী। এমন একজন আছে তার সঙ্গে আমার ছবি দিয়ে অনেকে লিখছেন এরা প্রতিবাদী নারী। এই সময় দাঁড়িয়ে আমি এমন কোনও ব্যক্তিপুজোর বিরুদ্ধে।' প্রসঙ্গত কিছু বছর আগে স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটি ছবি ভাইরাল হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে, এখানে অভিনেত্রী সেই প্রসঙ্গই তুলে এনেছেন।
এদিন শ্রীলেখা আরও বলেন, 'আমি যেভাবে কথা বলি কাউ🤪কে তোয়াক্কা না করে তাতে আমার অনেকদিন আগে 🧸জেলে চলে যাওয়ার কথা ছিল। আমি রেড রোডে হাত নাড়তে নাড়তে যাইনি। যখন শিক্ষা রাস্তায় বসেছিল কই তখন তো আজকের যে বা যারা বড় বিপ্লবী হয়েছেন কই তারা তো এটার বিরুদ্ধে মুখ খোলেননি। সেই বছরই তো তাঁরা পুজোর সময় হাত নেড়ে নেড়ে গেলেন।'
প্রসঙ্গত আরজি কর কাণ্ডের পর টলিউডের একাধিক অভিনেত্রীদের পথে নামতে দেখা গিয়েছে বারংবার। এঁদের মধ্যে সোহিনী সরকার, স্বস্তিকা মুখোপা💎ধ্যায়, শ্রীলেখা মিত্র, শ্রুতি দাস সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলা চলে। রাতের পর রাত সহ নাগরিকদের সঙ্গে পথে থেকেছেন বিচারের দাবিতে।
আরও পড়ুন: 'এর আনন্দ আলাদা, ঘামে ভিজে💎...' কাঞ্চনের সঙ্গে পুজোয় ঠিক কী করতে চলেছেন শ্রীময়ী!