দিশা পাটানির বাবা, জগদীশ সিং পাটানি সম্প্রতি প্রতারকদের কবলে পড়েছিলেন। নিজেই একজন প্রাক🏅্তন পুলিশকর্মী হওয়ার পরেও খোয়ালেন ২৫ লাখ টাকা। এই বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। করেছেন FIR। পুলিশের তরফে এই বিষয়ে PTI কে জജানানো হয়েছে, ৫ জনের এই প্রতারক দল তাঁকে আশ্বাস দিয়েছিল যে টাকার বিনিময়ে তাঁকে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে।
আরও পড়ুন: অবশেষে স্লট পেল মিত্তির বাড়ি! আদৃতের ধারাবাহিক কবেꦰ থেকে কোন সময়ে দেখা যাবে? থামছে কোন মেগা?
ইতিমধ্যেই এই ঘট⛄নার্বুর বরেলি কোতওয়ালি থানায় FIR দায়ের করেছেন জগদীশ সিং পাটানি। প্রসঙ্গত দিশার বাবা পুলিশের প্রাক্তন ডেপুটি সুপারইন্টেনডেন্ট ছিলেন। FIR পাওয়ার পর এই বিষয়ে উক্ত থানার ইনচার্জ ডিকে শর্মা জানিয়েছেন শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ , প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে কেস করা হয়েছে। ঠকানো, চাপ দিয়ে টাকা নেওয়ার জন্য এই কেস করেছেন জগদীশ সিং পাটানি।
ইতিমধ্যেই পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়েছে বলেই জানানো হয়েছে। অভিযুক্তদের তাঁরা দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন। জগদীশ জানিয়েছেন শিবেন্দ্র প্রতাপ সিংকে তিনি ব্যক্তিগত ভাবে চিনতেন। সেই ব্যক্তিই বাকিদের সঙ্গে তাঁর আলাপ করান এবং জানান তাঁদের দারুণ রাজনৈতিক দাপট এবং পরিচিতি আছে।�🌃� আর সেটাকে কাজে লাগিয়েই তাঁরা জগদীশকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ওরকম কোনও উঁচু পদ পাইয়ে দেবেন। তবে অবশ্যই সেটা টাকার বিনিময়ে।
আরও পড়ুন: 🅠সিনেম💖ায় টাকা ঢাললেই ডাবল! রেমোর নামে প্রতারণার মামলা হতেই ইউপি সরকারকে নোটিশ শীর্ষ আদালতের, কেন?
জানা গিয়েছে তাঁরা ৫ লাখ টাকা ক্যাশ 💃এবং ২০ লাখ টাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে খেপে খেপে নিয়েছেন। অর্থাৎ মোট ২৫ লাখ টাকা। টাকা দেওয়ার তিন মাস পরেও যখন তিনি চাকরি পান না, তখন অভিযুক্তরা জানিয়েছিলেন যে তাঁরা টাকা ফেরত দিয়ে দেবেন, তাও সুদ সমেত। কিন্তু সেটা করেনি তারা, উল্টে হুমকি দিতে, অসভ্য আচরণ করতে শুরু করে। এরপরই পুলিশের দ্বাܫরস্থ হন জগদীশ।